• লা লিগা
  • " />

     

    বার্সাকে নিজের ঘরই মনে করেন মেসি

    বার্সাকে নিজের ঘরই মনে করেন মেসি    

    বার্সেলোনায় বেশ কিছুদিন ধরে একটা অস্থির সময় যাচ্ছে লিওনেল মেসি। সাধারণত যা করেন না, এরিক আবিদালের মন্তব্যের পর সেটাই করেছিলেন। প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন আবিদালের। সব মিলে বার্সায় মেসি সুখী কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছিল। সামনের দলবদলের মৌসুমে অন্য কোথাও যাবেন কি না, উঠতে শুরু করেছিল এমন গুঞ্জনও। তবে আপাতত মেসি যা বলেছেন, তাতে সেই সম্ভাবনা অনেকটাই স্তিমিত। বার্সাকে নিজের ঘর মনে করেন, সেটা বলেছেন খোলাখুলিই।

    মাঠ আর মাঠের বাইরে এই মৌসুমটা খানিকটা হতাশার যাচ্ছে মেসির। নিজে সর্বশেষ চার লিগের ম্যাচে গোল পাননি, যে অভিজ্ঞতা অনেক দিন হয়নি তার।  মাঠের বাইরের সময়টাই বেশি খারাপ যাচ্ছিল। সব মিলে দানা বাঁধছিল ক্লাব ছাড়ার গুঞ্জন। তবে মেসির কথার পর সেটা থিতিয়ে আসার কথা অনেকটাই, ‘আমি বার্সেলোনাকে ভালোবাসি, যদিও আসলেই রোজারিওকে মিস করি। বার্সেলোনা এখন আমার ঘর, এখানে আমি আর্জেন্টিনার চেয়েও বেশি সময় থেকেছি। এখানে থাকতে আমি ভালোবাসি, জীবিকার জন্য এখানে যা করছি সেটাও ভালোবাসি।’

    মেসি মৌসুমের শুরু থেকেই অনেকটা একাই তেনে নিয়ে গেছেন বার্সাকে। তবে ক্লাবের খেলায় ছন্দহীনতার মাশুল দিতে হয়েছে কোচ এরনেস্তো ভালভের্দেকে চাকরি হারিয়ে। এওবশ্য শিরোপার দৌড়ে এখনও ভালোমতোই আছে বার্সা, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে। মেসি মনে করছেন, এবারের শিরোপার লড়াইটা শেষ দিন পর্যন্ত যেতে পারে, ‘এটা সত্যি যে এবার রিয়াল আর বার্সেলনা দুই দলই একটু পড়তি ফর্মে আছে। দুই দলই অনেক পয়েন্ট হারিয়েছে। তবে এখন যে অবস্থা, শিরোপার লড়াই শেষ দিন পর্যন্ত যেতে পারে। ক্লাসিকোর পরেই সেটা শেষ হয়ে যাবে না।’

    তবে লিগের চেয়েও বার্সা হয়তো এবার চ্যাম্পিয়নস লিগটাই বেশি করে চাইবে। পাঁচ বছর এই ট্রফিটা অধরা থেকে গেছে তাদের, এর মধ্যে রিয়াল জিতেছে হ্যাটট্রিক শিরোপা। মেসি মনে করছেন না, চ্যাম্পিয়নস লিগে বার্সা ফেবারিট, ‘এই মুহূর্তে বার্সা যে অবস্থায় আছে, আমাদের আরও উন্নতি করতে হবে। আমার মনে হয় না এখনই চ্যাম্পিয়নস লিগের জন্য ফেবারিট বলার বলার মতো অবস্থায় আমরা আছি।’ বিশেষ করে গত বছর অ্যানফিল্ডে যা হয়েছে, সেই ধাক্কা যেন এখনও হজম করতে পারেননি মেসি, ‘রোমে যা হয়েছে সেটা না হয় মানা গেল। একবার ওরকম হতেই পারে। কিন্তু পরের বার অ্যানফিল্ডে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি কীভাবে হলো, সেটা আসলে ব্যাখ্যা করা কঠিন।’

    মেসির সাবেক গুরু গার্দিওলার ক্লাব ম্যান সিটি দুই বছরের জন্য চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ হয়েছে। গার্দিওলার প্রতিও নিজের সমবেদনা জানালেন মেসি।