• ফুটবল, অন্যান্য
  • " />

     

    মসজিদের ভেতরে আততায়ীর গুলিতে নিহত সাবেক সোমালিয়ান গোলরক্ষক

    মসজিদের ভেতরে আততায়ীর গুলিতে নিহত সাবেক সোমালিয়ান গোলরক্ষক    

    সোমালিয়ার একটি মসজিদে তারাবির নামাজ আদায়ের পর আততায়ীর গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক গোলরক্ষক আবদিওয়ালি ওলাদ কানিয়ারে।

    বৃহস্পতিবার রাতে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর থেকে ২৮ কিলোমিটার দূরের শহর আফগুয়ের  একটি মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ৩৯ বছর বয়সী কানিয়ারে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর আফ্রিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিএএফের বি লাইসেন্সধারী কোচ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে সোমালিয়ার বেশকিছু যুবদল এবং মোগাদিসু সিটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন কানিয়ারে।


    কানিয়ারের মৃত্যুর পর সোমালিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আবদিকানি সাঈদ আরব এক বিবৃতিতে শোক প্রকাশ করেন, “এটা খুবই দুঃখজনক। আমরা দারুণ একজন দূরদর্শী তরুণ কোচকে হারালাম। দারুণ ফুটবল ক্যারিয়ার ছিল তার। সোমালি ফুটবল পরিবারের তরফ থেকে আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”

    তবে সোমালিয়ার ফুটবল ফেডারেশন বা সরকারের তরফ থেকে খুনির বিষয়ে এখনও কোনও তথ্য নিশ্চিত করা হয়নি।