• লা লিগা
  • " />

     

    রিয়ালের ম্যাচে ভিএআরের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন বার্সা কোচ সেতিয়েন

    রিয়ালের ম্যাচে ভিএআরের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন বার্সা কোচ সেতিয়েন    

    সোসিয়েদাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচে ফল ছাপিয়ে বড় হয়ে উঠেছিল ‘ভিএআর’ বিতর্ক। সেই বিতর্কের আগুনে কাল কিছুটা ঘি ঢেলে দিয়েছেন বার্সেলোনা কোচও। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে বার্সা কোচ বলেছেন, ‘ভিএআরের’ ব্যবহার সবজায়গায় সঠিকভাবে হচ্ছে বলে তিনি মনে করেন না।

    সোসিয়েদাদের সঙ্গে ম্যাচে প্রশ্ন উঠেছিল ভিএআরের অন্তত দুইটি সিদ্ধান্ত নিয়ে। অফসাইডের অভিযোগে সোসিয়েদাদের একটি গোল বাতিল হয়ে যায়। অন্যদিকে করিম বেনজেমার গোলের সময় বাহু দিয়ে নিয়ন্ত্রণ করেছেন বলে মনে হলেও ভিএআরের সিদ্ধান্ত পক্ষে গেছে রিয়ালের। ম্যাচ শেষে সোসিয়েদাদের কোচ নিজের ক্ষোভ জানিয়েছিলেন সিদ্ধান্ত নিয়ে। বার্সা কোচের কাছে জানতে চাওয়া হলে তিনি খানিকটা কূটনৈতিকভাবেই বললেন, ‘কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আমাদের হাতে নেই, এসব নিয়ে আমাদের কিছু করারও নেই। সবাই দেখেছে অ্যানোয়েতায় (সোসিয়েদাদের মাঠ) কী হয়েছে। সেখান থেকে যে যার মতো উপসংহার টেনে নিতে পারে।’

    এরপরেই অবশ্য খানিকটা রেখেঢেকেই সমালোচনা করেছেন ভিএআরের, ‘এটা বুঝতে কষ্ট হয় না, ওই ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো যেভাবে রিভিউ করা হয়েছে অন্য অনেক ম্যাচে সেভাবে করা হয়নি।’ তার মানে কি রিয়ালের দিকে পক্ষপাত করা হয়েছে ইচ্ছা করে? এবার সেতিয়েন প্রশ্নটা এড়িয়ে গেলেন, ‘আমরা অনেক বছর ধরে ব্যাপারটা দেখছি, এমন নয় যে এটা নতুন। এরকম আগেও হয়েছে, খেলাধূলায় বিতর্ক থাকবেই।’ সেতিয়েন বলছেন, ভিএআর যারা ব্যবহার করেন তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, ‘ভিএআর এমন একটা মাধ্যম যেটি খেলাটাকে আরও ভালো করেত পারে। কিন্তু আরও পরিষ্কারভাবে এটি ব্যবহার করতে হবে।’

    এই মুহূর্তে রিয়াল-বার্সা দুই দলের পয়েন্ট ৬৫ হলেও হেড টু হেডে এগিয়ে আছে রিয়াল। সেতিয়েন বলছেন, দুই দলেরই এখন ভুল করার সুযোগ নেই, ‘এখন আসলে ভুল করার সুযোগ নেই। আমাদের ক্ষেত্রে যেমন, মাদ্রিদের ক্ষেত্রেও। এখনো আট ম্যাচ বাকি লিগের, যে কোনো কিছুই হতে পারে। আমাদের যেমন কঠিন ম্যাচ বাকি, ওদেরও তাই।’