• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    পার্টি ছাড়া পিএজসিতে কিছু হতো না, বললেন ক্লাবের সাবেক ডিফেন্ডার

    পার্টি ছাড়া পিএজসিতে কিছু হতো না, বললেন ক্লাবের সাবেক ডিফেন্ডার    


     

    পার্টি, ডিজে, রাতভর হইহুল্লোড়- এসব পশ্চিমা দেশের অনুষঙ্গই। পেশাদার ফুটবলাররা যে এসব আধ একটু করেন না তা না। তবে সেটা যে একটা ক্লাবের সংস্কৃতি হয়ে যেতে পারে, সেটা জানালেন পিএসজির সদ্য সাবেক ডিফেন্ডার থমাস মিউনিয়ের। পিএসজি ছাড়ার পর জানালেন, ক্লাবের পার্টি কালচারে তিনি একটু বিরক্তই।

    পিএসজির এই রীতি অবশ্য নতুন কিছু নয়। এ নিয়ে বিতর্কও হয়েছিল এই বছর। ম্যাচের মাত্র দুই দিন আগে জন্মদিনের পার্টি করায় নেইমারদের কড়া সমালোচনা করেছিলেন কোচ টমাস টুখেল। পরে সেটা নিয়ে হইচইও হয়েছিল বেশ। মিউনিয়ের পিএসজিতে যোগ দিয়েছেন চার মৌসুম আগে। এরপর এটা নিয়মিতই দেখে আসছেন। সেটা নিয়ে এবার জানিয়েছেন নিজের বিরক্তি, ‘জন্মদিনে পার্টি যেন লেগেই আছে, অবিশ্বাস্য এটা। আমার মনে আছে বেলজিয়ামে ব্রুশের হয়ে খেলার সময় আমরা জন্মদিনের পার্টি করতাম হয়তো একটু ডার্ট খেলে বা পুলসাইডের বারে।’

    ‘কিন্তু এখানে যা দেখেছি তা স্রেফ বাড়াবাড়ি। বিশাল একটা প্রাসাদ ভাড়া কর, অনেক লোক ডাক, এরপর রাতভর হইচই। আপনি তখন বুঝবে ফুটবলারদের চেয়েও এরা আরও বেশি তারকা। এটা বোঝায়, ক্লাবের সংস্কৃতিটাও কেমন। ওখানে আমার সময়টা ভালো কেটেছে কিন্তু এই ব্যাপারটা একটু বেশি বেশি মনে হতো আমার কাছে।’

    বেলজিয়ান এই ডিফেন্ডার এই মৌসুমেই ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন ডর্টমুন্ডে। তবে যেভাবে পিএসজি ছেড়েছেন, সেটা নিয়েও ক্ষোভ আছে তার, ‘আমাকে হঠাৎ করে ডেকে বলল চুক্তি শেষ হয়ে গেছে। আমি ওদের কাছে অনুরোধ করেছিলাম অন্তত চ্যাম্পিয়নস লিগটা খেলার সুযোগ দিতে। কিন্তু একদিন উকিল পাঠিয়ে একরকম বিদায়ই করে দেওয়া হলো আমাকে। বলা হলো, আর অনুশীলন করতে আসার দরকার নেই আমার। পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য।’