• ফুটবল, অন্যান্য
  • " />

     

    নেইমার-কুতিনহোকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন তিতে

    নেইমার-কুতিনহোকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন তিতে    

    অক্টোবর থেকে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে ব্রাজিলের। ৯ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ বাছাই মিশন, আর ১৩ অক্টোবর পেরুর মাঠে গিয়ে খেলবে দ্বিতীয় ম্যাচটি। এই দুই ম্যাচের জন্য সেলেসাওদের কোচ তিতে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন।

    লিগ আঁ-তে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে আলভারো গঞ্জালেজের সঙ্গে বাক-বিতণ্ডার পর দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। তবে তার জন্য সুখবর, ব্রাজিলের স্কোয়াডে ঠিকই জায়গা পেয়েছেন তিনি। এছাড়া বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে বার্সেলোনায় ফিরে আসা কুতিনহোও জায়গা পেয়েছেন তিতের দলে।

    মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে বিশ্বকাপের বাছাইপর্ব অনির্দিষ্টকালের জন্য পিছ্যে গিয়েছিল। অবশেষে অক্টোবরে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। যদিও এই অঞ্চলের দেশগুলো করোনার কারণে এখনো বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বিশ্বে দশটি সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশের মাঝে এই অঞ্চলের চারটি দেশ (ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও আর্জেন্টিনা) রয়েছে। 

    ২৩-সদস্যের ব্রাজিল স্কোয়াড

    গোলরক্ষক

    অ্লিযাসন (লিভারপুল)

    সান্তোস (আথলেতিকো পারানায়েজ)

    ওয়েভারটন (পালমেইরাস)

    ডিফেন্ডার

    দানিলো (জুভেন্টাস)

    গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস)

    অ্যালেক্স তেলস (পোর্তো)

    রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ)

    থিয়াগো সিলভা (চেলসি)

    মার্কুইনোস (পিএসজি)

    ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ)

    রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)

    মিডফিল্ডার

    কাসেমিরো (রিয়াল মাদ্রিদ)

    ফাবিনিও (লিভারপুল)

    ব্রুনো গিমারেস (লিঁও)

    দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা)

    ফিলিপ কুতিনিও (বার্সেলোনা)

    এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)

    ফরোয়ার্ড

    নেইমার (পিএসজি)

    গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি)

    রিচার্লিসন (এভারটন)

    রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

    এভারটন (বেনফিকা)

    রবার্তো ফিরমিনো (লিভারপুল)