• ফুটবল, অন্যান্য
  • " />

     

    করোনা-সংকটে ৪৫ বছর বয়সে ফিরলেন ইউক্রেন গোলরক্ষক

    করোনা-সংকটে ৪৫ বছর বয়সে ফিরলেন ইউক্রেন গোলরক্ষক    

    করোনার কারণে জাতীয় দলগুলোকে বেশ হিমশিম খেতে হচ্ছে। গত মাসে দলের মূল স্কোয়াডে করোনা ছড়িয়ে পড়ায় চেক প্রজাতন্ত্রকে অভিষেকের অপেক্ষায় থাকা ২২ ফুটবলারকে নিয়ে নতুন করে স্কোয়াড তৈরি করতে হয়েছিল। এবার ইউক্রেনকে অবসর থেকে ফিরিয়ে আনতে হয়েছে এক সাবেক গোলরক্ষককে।


    বুধবার ফ্রান্সের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজাতে গিয়ে গোলরক্ষক সংকটে ইউক্রেন কোচ আন্দ্রি শেভচেঙ্কো। দলটির তিনজন গোলরক্ষক করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন। এরপর অবসর ভেঙে ৪৫ বছর বয়সী সাবেক গোলরক্ষক ওলেক্সান্দার শভকভস্কিকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করেন তিনি।

    ফ্রান্সের কাছে প্রীতি ম্যাচটিতে ৭-১ গোলে হেরে গিয়েছে ইউক্রেন। ম্যাচে দলের একমাত্র ফিট গোলরক্ষক জর্জি বুশচান গোলপোস্ট সামলেছিলেন, আর বেঞ্চে ছিলেন শভকভস্কি।

    ইউক্রেনের তিন গোলরক্ষক আন্দ্রি পিয়াতোভ, আন্দ্রি লুনিন, ইউরি পানকিভ এই ম্যাচের আগেই করোনায় আক্রান্ত হন।