টেস্ট ইতিহাসে যা কেউ করেনি, রূপকথার ইনিংসে সেটাই করলেন মেয়ার্স
অবিশ্বাস্য বললেও কম বলা হয়। অভাবনীয় বললে মোটেই বাড়িয়ে বলা হয় না। টেস্ট ইতিহাসের এত বছরেও যা কেউ করেনি, সেটাই করেছেন কাইল মেয়ার্স। গড়েছেন নতুন ইতিহাস। এক নজরে তার সব কীর্তি
- টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি ছিল পাঁচটি। আর অভিষেকে ডাবল সেঞ্চুরি ছিল পাঁচটি। দুইটি কীর্তিই একসঙ্গে করার প্রথম কীর্তিটা কাইল মেয়ার্সের।
- সব মিলে টেস্টে চতুর্থ ইনিংসে ্ডাবল সেঞ্চুরি করে দলকে জেতানো দ্বিতীয় ব্যাটসম্যান মায়ার্স। আগেরজন তারই পূর্বসূরি গর্ডন গ্রিনিজ সেটি করেছিলেন ১৯৮৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে।
- টেস্ট অভিষেকে চতুর্থ সর্বোচ্চ স্কোর মেয়ার্সের ২১০। আর চতুর্থ ইনিংসে সর্বোচ্চ।
ওয়েস্ট ইন্ডিজও ৩৯৫ রান করতে গিয়ে গড়েছে রেকর্ড।
- টেস্ট ইতিহাসে এটি সফল রানতাড়ায় পঞ্চম সর্বোচ্চ স্কোর। আর এশিয়ার মাটিতে সর্বোচ্চ। এশিয়ায় এর আগে রানতাড়ায় সর্বোচ্চ স্কোর ছিল শ্রীলংকার ৩৮৮, ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেটি করেছিল শ্রীলংকা।