• ইউরো
  • " />

     

    ইউরোর পর আর জার্মানির দায়িত্বে থাকবেন না জোয়াকিম লো

    ইউরোর পর আর জার্মানির দায়িত্বে থাকবেন না জোয়াকিম লো    

    জার্মানির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোয়াখিম লো। ইউরোর পরেই ছেড়ে দেবেন কোচের পদ।

    ২০০৬ বিশ্বকাপের পর জার্মানির কোচ হয়েছিলেন লো। এরপর ডাই ম্যাণশাফটের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য এসেছে ২০১৪ বিশ্বকাপে, জার্মানিকে এনে দিয়েছিলেন পরম আরাধ্য বিশ্বকাপ। এরপর থেকে জার্মানির পারফরম্যান্স অবশ্য পড়তির দিকে। ২০১৮ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর লোর পদত্যাগের গুঞ্জন উঠেছিল। তবে সেটা উড়িয়ে দিয়েছিলেন তখন, জানিয়েছিলেন সেরকম ইচ্ছে নেই। গত বছর ইউরো অবশ্য হয়নি, সেটা পিছিয়েছে এই বছর। তার তিন মাস আগে লো জানালেন, সরে দাঁড়াচ্ছেন। যদিও তার চুক্তি ছিল ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। 

    বশ্বকাপ ছাড়াও জার্মানিকে ২০১৭ কনফেডারেশন্স কাপ জিতিয়েছেন লো। এছাড়া ২০০৮ ইউরোতে রানার আপও হয়েছিলেন।