দুই রাউন্ড পর স্থগিত জাতীয় ক্রিকেট লিগ
স্থগিত করা হয়েছে ২২তম জাতীয় ক্রিকেট লিগ। এরই মাঝে দুই রাউন্ড হওয়া এই লিগের পরবর্তী লিগ আপাতত স্থগিত করে এর সূচি পরে জানানো হবে, এক বিবৃতিতে এমন জানিয়েছে বিসিবি। অবশ্য এর আগে শুধু দুই রাউন্ডের সূচিই দিয়েছিল বিসিবি, সাধারণত এভাবে ধাপে ধাপেই দেওয়া হয় সেটি।
বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণের হার নতুন করে বাড়তে থাকার মাঝে এলো এমন সিদ্ধান্ত। এমনিতেও জাতীয় লিগেও করোনাভাইরাস হানা দিয়েছে, আক্রান্ত হয়েছেন সাপোর্টস্টাফসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তবে বিবৃতিতে জাতীয় লিগ স্থগিত করার সুনির্দিষ্ট কারণ জানায়নি বিসিবি।
প্রথম রাউন্ডে খুলনা, বিকেএসপি, রাজশাহী ও বরিশালের পর দ্বিতীয় রাউন্ডের চারটি ম্যাচ হয়েছে রংপুর, বিকেএসপি ও কক্সবাজারে। গত ২৯ মার্চ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার, যেখানে আছে কক্সবাজারসহ পর্যটন কেন্দ্রগুলি সীমিত করে দেওয়াও।
কোভিড-১৯-এর মাঝে ২০২০ সালে হয়নি জাতীয় ক্রিকেট লিগ। এক বছরের বিরতির পর গত ২২ মার্চ শুরু হয়েছিল নতুন মৌসুম। ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার পর বায়ো-সিকিউর বলয়ের মাঝে থেকে হচ্ছিল এ লিগ।
গত বছর এক রাউন্ড হওয়ার পর স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করারও ঘোষণা দিয়েছিল বিসিবি। ৬ মে থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা সেটি।