সুপার ১২-তে ওঠার জন্য শ্রীলংকাকে কী করতে হবে?
প্রথম রাউন্ড থেকে শ্রীলংকা বিশ্বকাপের সুপার ১২-তে উঠতে পারবে না, কদিন আগে বললেও অনেকে হেসে উড়িয়ে দিতেন। তবে নামিবিয়ার কাছে হেরে শ্রীলংকার সামনে চলে আসে সেই সম্ভাবনা। এরপর আরব আমিরাতকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বটে, তবে এখনো কিছু হিসেব নিকেশ আছে শ্রীলংকার।
প্রথম ম্যাচে ৫৫ রানে হারার পর কাল আমিরাতকে ৭৯ রানে হারিয়ে রানরেট বাড়িয়ে নিয়েছে শ্রীলংকা। এখন হিসেবটা সহজ, নেদারল্যান্ডসকে শেষ ম্যাচে হারালেই তারা চলে যাবে সুপার ১২-তে। অন্য ম্যাচের দিকে তাদের আর তাকাতে হবে না। তবে যদি তারা নেদারল্যান্ডসের কাছে হেরে যায়, সেক্ষেত্রে চাইতে হবে যেন তাদের হারার ব্যবধানের চেয়ে ২৮ রানের বেশি ব্যবধানে আরব আমিরাত হারায় নামিবিয়াকে। সেক্ষেত্রে রান রেটের হিসেবে নামিবিয়াকে টপকে যাবে শ্রীলংকা। তবে বৃষ্টির জন্য বাকি দুই ম্যাচ পন্ড হলে বাদ পড়ে যাবে শ্রীলংকা।
নেদারল্যান্ডস ৪ পয়েন্ট পেলেও তারা একটু সমস্যাতেই আছে। রান রেট তাদের ০.১৪৯, আমিরাত ছাড়া গ্রুপের বাকিদের চেয়ে কম। শ্রীলংকার কাছে হেরে গেলেই বাদ পড়ে যেতে পারে তারা। তবে যেকোনো একটা ম্যাচ বৃষ্টিতে বাদ হলে তারা চলে যাবে সুপার ১২-তে। নামিবিয়ার সমীকরণও সহজ, আমিরাতকে হারালেই নিশ্চিত হয়ে যাবে তাদের সুপার ১২।