দুরন্ত পেস, ও'ডাউড-কুপারের সময়োপযোগী জুটিতে জিম্বাবুয়ের আশা চূর্ণ করে ডাচদের হাসি
সুপার ১২, অ্যাডিলেইড (টস-জিম্বাবুয়ে/ব্যাটিং)
জিম্বাবুয়ে- ১১৭, ১৯.২ ওভার (রাজা ৪০, উইলিয়ামস ২৮, এনগারাভা ৯, ভ্যান মিকেরেন ৩/২৯, ডি লিড ২/১৪, গ্লোভার ২/২৯)
নেদারল্যান্ডস-১২০/৫, ১৮ ওভার (ও’ডাউড ৫২, কুপার ৩২, ডি লিড ১২*, এনগারাভা ২/১৮, মুজারাবানি ২/২৩, জংওয়ে ১/২৫)
ফলাফল: নেদারল্যান্ডস ৫ উইকেটে জয়ী
জিম্বাবুয়ের সেমির আশা ভেস্তে দিয়ে এবারের আসরে মুল পর্বে নিজেদের প্রথম জয় পেল নেদারল্যান্ডস। পেস বোলিংয়ের পসরা সাজিয়ে জিম্বাবুয়েকে নাকাল করে অল্প রানেই বেঁধে ফেলার পর ম্যাক্স ও’ডাউড, টম কুপারের সময়োপযোগী ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়েছে নেদারল্যান্ডস।
১১৮ রানের লক্ষ্যে শুরুতেই মুজারাবানির শিকার হয়ে মাইবার্গ ফিরলেও পাওয়ারপ্লেতে ৩৫ রান তুলে ফেলে ডাচরা। টম কুপারের সাথে জুটি বেঁধে এরপর প্রান্ত বদলের পাশাপাশি নিয়মিত বাউন্ডারিও তুলে নেন ম্যাক্স। জিম্বাবুয়ের প্রানান্ত চেষ্টা ভেস্তে দিয়ে জয়ের দিকে ক্রমশই এগিয়ে যান এই দুজন।
১৩তম ওভারে ৭৩ রানের জুটি ভেঙে জংওয়ে ফেরান ৩২ রানে থাকা কুপারকে। পরের ওভারেই এনগারাভার শিকার হয়ে কলিন অ্যাকারম্যানও ফিরলে জিম্বাবুয়ের ম্যাচে ফেরার সুযোগ খুঁজতে থাকে। সেই সুযোগ পন্ড করে ম্যাক্স এরপর তুলে নেন ফিফটি। জয়ের দ্বারপ্রান্তে এসে অবশ্য মুজারাবানির শিকার হয়ে তিনি ফেরেন ৪৭ বলে ৫২ রান করে। পরের ওভারেই ডাচ অধিনায়ক এডওয়ার্ডসকেও এনগারাভা ফেরালেও জয় নিশ্চিত করেই ফিরেছে ডাচরা।
এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা যেন হিতে বিপরীত হয়ে এসেছিল জিম্বাবুয়ের জন্য। দ্বিতীয় ওভারেই ভ্যান মিকেরেনের শিকার হয়ে ওয়েসলি মাধেভেরে ফেরার পর ব্র্যান্ডন গ্লোভারের গুড লেংথের বল আকাশে তুলে দিয়ে ফিরে যান অধিনায়ক ক্রেইগ আরভিন। পাওয়ারপ্লের ঠিক আগের ওভারেই টানা দুই বলে ক্যাচ পড়ে রেজিস চাকাবভার। তবে শেষ বলে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে ঠিকই নিজের দ্বিতীয় শিকার বানান গ্লোভার। পাওয়ারপ্লের পর শুন উলিয়ামস প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১২তম ওভারে আক্রমণে আসে তাকে ২৮ রানে ফেরান ভ্যান মিকেরেন। তার পরের ওভারে ক্যাচ অনুশীলনের সুযোগ করে দিয়ে লোগান ভ্যান বিকের শিকার হয়ে ফেরেন মিল্টন শুম্বা।
৭৭ রানে ৫ উইকেট হারান জিম্বাবুয়েকে উদ্ধারের চেষ্টা করেছিলেন রাজা। ৩টি করে চার-ছয় মেরে প্রতি-আক্রমণ করে যখন ডাচদের লাইন এলোমেলো করে দেওয়ার চেষ্টা করছিলেন তখন আবারও হন্তারকের ভুমিকায় অবতীর্ণ হলেন ভ্যান মিকেরেন।। ২৪ বলে ৪০ রান করা রাজাকে ফিরিয়ে জিম্বাবুয়ের আশা ভেস্তে দেওয়ার পর রায়ান বার্লকেও ফেরালে ঘোর বিপদে পড়ে জিম্বাবুয়ে। ভ্যান বিক-ডি লিড জুটি বেঁধে পরে জিম্বাবুয়ের লেজ গুটিয়ে ফেললে জিম্বাবুয়ে পৌঁছাতে পারে ১১৭ রান পর্যন্ত।