• ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    যেভাবে এখনও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

    যেভাবে এখনও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ    

    ভারতের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ডি/এল মেথডে ৫ রানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে ভারত উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৪ ম্যাচ শেষে দুই জয় ও দুই হারে বাংলাদেশের পয়েন্ট ৪, নেট রানরেট -১.২৭৬। তবে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকা সাকিব আল হাসানদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। নির্ভর করছে কিছু সমীকরণের ওপর। যেখানে ম্যাচের ফলাফলের সাথে হিসেবে আসতে পারে নেট রানরেটও। 

    দক্ষিণ আফ্রিকার টানা দুই হার 

    আগামীকাল দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ পাকিস্তান; যারা এখন পর্যন্ত ৩ ম্যাচে খেলে জিতেছে ১টিতে। দুই হারের পর তাদের পয়েন্ট ৪। পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়ারা হারলে নেট রানরেটে ভাটা পড়বে তাদের। দক্ষিণ আফ্রিকার বর্তমান রান রেট +২.৭৭২। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশ নিশ্চিতভাবেই চাইবে ডাচদের জয়। 

    পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াই

    সুপার টুয়েলভে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। সেমির দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। তবে এর আগে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে দুই ম্যাচেই। সেক্ষেত্রে পাকিস্তান ও নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।