যেভাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। এবার ১৬ দল খেললেও আগামী আসর মাঠে গড়াবে ২০ দল নিয়ে। আয়োজক হওয়ায় বাছাইপর্বে খেলতে হবে না ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন বিশ্বকাপে র্যাংকিংয়ের সেরা দশে থাকায় সরাসরি মূলপর্বে খেলতে পারবে বাংলাদেশ।
নিয়মানুযায়ী চলতি বিশ্বকাপের শীর্ষ আট দলের সাথে দুই আয়োজক খেলবে মূলপর্বে। বাকি দুই দল বাংলাদেশ ও আফগানিস্তান সুযোগ পাচ্ছে ১৪ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের সেরা দশে থাকায়।
বাকি ৮ দল নির্ধারিত হবে মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্ব পেরিয়ে এসে দুইটি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ মহাদেশ থেকে। আমেরিকা ও ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে সুযোগ পাবে একটি করে দল। ২০টি দল ভাগ হবে ৪ গ্রুপে। প্রতি গ্রুপে থাকছে ৫টি করে দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উত্তীর্ন হবে সুপার-এইটে।