মেসিকে মেক্সিকো বক্সারের দেখে নেওয়ার হুমকি: আসলে কী হয়েছিল ড্রেসিংরুমে?
মেক্সিকো বক্সার কানেলো আলভারেজের একটা টুইট বেশ ভাইরাল হয়েছে। এই চ্যাম্পিয়ন বক্সার সেখানে হুমকি দিচ্ছেন মেসিকে। লিখেছেন, 'সে কীভাবে আমার দেশকে অসম্মান করল? ঈশ্বরের দোহাই, সে যেন আমার সামনে না পড়ে!'
কিন্তু কী এমন হয়েছিল যার জন্য এই বিতর্ক?
ঘটনাটা মেক্সিকোর সাথে আর্জেন্টিনার ম্যাচের পর। আর্জেন্টিনার জয়ের পর জার্সি বদল করেছিলেন দুই দলের খেলোয়াড়েরা। তখন খেলোয়াড়েরা চলে আসেন যে যার ড্রেসিংরুমে। মেসির সাথেও চলে আসে মেক্সিকোর জার্সি। জয়ের পর পুরো আর্জেন্টিনা দল ড্রেসিংরুমে নেচে গেয়ে উল্লাস করেছে। সেটার ভিডিওটাও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তখনই দেখা গেছে মেসির পায়ের কাছে মেক্সিকোর সেই জার্সি মেঝেতে রাখা। এটা নিয়েই উঠেছে বিতর্ক।
আলভারেজ নিজেও মেক্সিকোর বিখ্যাত বক্সার। এর আগে মেসিকে প্রশংসা করে টুইট করেছেন। কিন্তু মেসির এই কাজটা ভালো লাগেনি তার। রেগেমেগে বলেছেন, মেসি কী করে এমনটা করলেন?
তবে ভিডিওটার ব্যাপারে মেক্সিকোরই অনেক সমর্থক টুইটারে বলছেন, তাদের কাছে মনে হয়েছে মেসি ইচ্ছে করে এমনটা করেননি। বুট খোলার সময় ভুলবশত এটা হয়ে গেছে।