গোলকিপিংয়ের ধরন নিয়ে কোচের সাথে তর্ক, দেশে ফিরলেন ক্যামেরুন গোলরক্ষক
ক্যামেরুনের ম্যাচের আগে হঠাৎ খবর, দলে নেই গোলরক্ষক আন্দ্রে ওনানা। পরে খবর এলো, বেঞ্চে তো নেই, তাকে কাতার থেকেই দেশের বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে। পরে জানা গেছে, গোলকিপিং করার ধরন নিয়ে কোচের সাথে মতবিরোধের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে দল থেকে।
সমস্যা হয়েছে ক্যামেরুনের সাথে সুইজারল্যান্ডের ম্যাচে। সেই ম্যাচে লম্বা গোল কিক প্রায় করেননি ওনানা। পরে সেটা নিয়ে কোচ রিগোবার্ট সংয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে তার। কোচ চেয়েছিলেন, ওনানা যেন লম্বা কিক নে। কিন্তু ওনানা সেটা চাননি, তিনি শর্ট পাসেই তার ধরনে খেলতে চেয়েছিলেন। পরে সিদ্ধান্ত হয় তাকে স্কোয়াড থেকেই বাদ দিয়ে দেওয়ার। তার জায়গায় সার্বিয়া ম্যাচে কিপিং করতে নেমেছেন ডেভিড এপাসি।
বিশ্বকাপে আসার আগে অবশ্য ফর্মে ছিলেন ওনানা। আয়াক্স থেকে ফ্রি ট্রান্সফারে ইন্টার মিলানে আসার পর শুরুতে প্রথম পছন্দ ছিলেন না। পরে সামির হান্দানোভিচের জায়গায় তিনিই এক নম্বর কিপার হন। ইন্টারের হয়ে পাঁচ ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিনি।