• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    ব্রুনো ফার্নান্দেজ ভেবেছিলেন গোলটা রোনালদোর, অন্যরা কে কী ভাবছেন?

    ব্রুনো ফার্নান্দেজ ভেবেছিলেন গোলটা রোনালদোর, অন্যরা কে কী ভাবছেন?    

    ৫৪ মিনিতে উরুগুয়ের অর্ধে বল পেলেন ব্রুনো ফার্নান্দেজ। বাঁ দিক থেকে ক্রসটা ভেসে এলো হাওয়ায়। ক্রিশ্চিয়ানো রোনালদো লাফ দিলেন, বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়িয়ে গেল জালে। উল্লাসে ফেটে পড়লেন রোনালদো, তালে ঘিরে বাকিরাও শুরু করে দিল উদযাপন। গোলটা তখন পর্যন্ত মনে হচ্ছিল রোনালদো। কিন্তু খানিক পর ফিফা ঘোষণা করেন, বল রোনালদো স্পর্শ করেননি। গোলটা লেখা হয়েছে ব্রুনো ফার্নান্দেজের নামে। 

    এই গোলটা হলে ইউসেবিওর ৯ গোলের বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করতেন রোনালদো। আপাতত সেটা হয়নি। তবে ব্রুনোও বলছেন, তিনিও ভেবেছিলেন গোলটা রোনালদোই করেছেন, 'আমি তো প্রথমে ভেবেছিলাম আমার ক্রস থেকে রোনালদোর মাথা বল স্পর্শ করেছে। আমরা তো সবাই ওর গোল মনে করেই উদযাপন করেছি।' এরপরেই অবশ্য আসল কথাটা বলছেন ব্রুনো, 'আনার মনে হয় কে গোল করেছে এটা এখন আর গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। দল জিতেছে, আমরা পরের রাউন্ডে উঠেছি, এটাই আসল কথা।'

    ব্রুনোর সাথে সুর মিলিয়ে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসও বলছেন, কে গোল করেছে এটা একদমই বড় ব্যাপার নয়। এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাননি তিনি। বিবিসিতে সাবেক ফুটবলার ম্যাথু আপসন বলেছেন, তার মনে হয়েছে গোলটা ব্রুনোরই। কারণ বলের দিক পরিবর্তন করেনি, চুলের সামান্য স্পর্শ থাকলেও সেটা বোঝা যায়নি। যদিও ফিফার আইন অনুযায়ী বলের কোনো অংশ সামান্য স্পর্শ করলেই সেটা ওই খেলোয়াড়ের গোল হিসেবে গণ্য হওয়ার কথা। তবে আপসনহ সবাই বলেছেন, রোনালদোর গোল না হলেও ওই হেডটার জন্যই উরুগুয়ে গোলরক্ষক বলের নাগাল পাননি। এখানে বড় একটা কৃতিত্ব রোনালদোকে দিতেই হয়।