• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    বিশ্বকাপের প্রথম নারী রেফারি হতে চলেছেন স্টেফানি ফ্রাপা

    বিশ্বকাপের প্রথম নারী রেফারি হতে চলেছেন স্টেফানি ফ্রাপা    

    বৃহস্পতিবার জার্মানি ও কোস্টারিকার মধ্যকার ম্যাচটি পরিচালনা করবে নারীদের এক রেফারি দল, যাদের নেতৃত্ব দিবেন ফরাসি রেফারি স্টেফানি ফ্রাপা। ৩৮ বছর বয়সী ফ্রাপাই প্রথম নারী রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। পূর্বে প্রথম নারী রেফারি হিসেবে লিগ আঁ, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছেন তিনি।

    বৃহস্পতিবারের ম্যাচে ফ্রাপার সঙ্গী হবেন সহকারী রেফারি ন্যুয়েজা বাক (ব্রাজিল) ও কারেন দিয়াজ মেদিনা (মেক্সিকো)। 

    গ্রুপ সি-তে পোল্যান্ড-মেক্সিকো ম্যাচে ফ্রাপা চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন। বিশ্বকাপের জন্য ফিফার রেফারি তালিকায় রয়েছেন আরও দুজন নারী রেফারি- রুয়ান্ডার সালিমা মুকানসাঙা এবং জাপানের ইয়ামাশিতা যোশিমি। আর বাক ও মেদিনার মতো সহকারীদের তালিকায় রয়েছেন মার্কিন রেফারি ক্যাথরিন নেসবিটও। 

    টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফ্রাপা বলেছিলেন, এই বিশ্বকাপে নারী রেফারিদের অন্তর্ভুক্তি ‘সামগ্রিক দৃশ্যপটে’ পরিবর্তন আনবে বলে তিনি আশা করছেন।