• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    ডেনমার্ক, তিউনিসিয়াকে ডুবিয়ে শেষ হাসি অস্ট্রেলিয়ার, হেরেও গ্রুপসেরা ফ্রান্স

    ডেনমার্ক, তিউনিসিয়াকে ডুবিয়ে শেষ হাসি অস্ট্রেলিয়ার, হেরেও গ্রুপসেরা ফ্রান্স    

    অস্ট্রেলিয়া ১:০ ডেনমার্ক 

    তিউনিসিয়া ১:০ ফ্রান্স 


    গত দুই বিশ্বকাপে কোনো জয়ের দেখা না পাওয়া অস্ট্রেলিয়াকে এবারের আসরেও দুর্বলতম দলগুলোর কাতারে রেখেছিল সবাই। রাখবেই বা না কেন! ডেনমার্কের বিপক্ষে নামা আজকের অস্ট্রেলিয়া একাদশের একজনও আসেননি ইউরোপের শীর্ষ লিগগুলো থেকে, অনেকে খেলছেন ইংল্যান্ড ও জার্মানির দ্বিতীয় ডিভিশনে। 

    ফিফা র‍্যাংকিংয়েও গ্রুপ ‘ডি’-র সবচেয়ে নিচের দল অস্ট্রেলিয়া (৪১তম)। কিন্তু গ্রুপ পর্বের শেষদিনে সবাইকে তাক লাগিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সকারুরা, ডেনমার্ক ও তিউনিসিয়াকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। দিনের অপর ম্যাচে মূল তারকাদের বসিয়ে রেখে খেলতে নামা ফ্রান্স তিউনিশার কাছে ০-১ গোলে হেরেও ধরে রেখেছে গ্রুপ চ্যাম্পিয়নের আসন।   

    এই বিশ্বকাপের অর্ধেক ম্যাচই মধ্যবিরতি পর্যন্ত গোলশূন্য থেকেছে (৩৮-এর মধ্যে ১৯ ম্যাচে)। সেই ধারা মেনে গ্রুপ ‘ডি’-এর চার দলও তাদের প্রথমার্ধ সতর্কতার সাথেই শেষ করে। দুটি ম্যাচের প্রথমার্ধই শেষ হয় গোলবিহীন অবস্থায়। 

    গ্রুপ চ্যাম্পিয়নের জায়গাটা আগেই প্রায় নিশ্চিত করে ফেলা ফ্রান্স এ ম্যাচে একাদশে নয়টি পরিবর্তন আনে। কিলিয়ান এমবাপে, আতোঁয়া গ্রিজমান, অলিভিয়ের জিরু, হুগো লরিসের মতো সব তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেন কোচ দিদিয়ের দেশম। খর্বশক্তির ফ্রান্সের বিপক্ষে তিউনিসিয়া শুরুতেই ফ্রিকিক থেকে একটি গোল করে বসেছিল। কিন্তু নাদের ঘানদ্রির গোল অফসাইডের জন্য বাতিল হয়। 

    দ্বিতীয়ার্ধে অবশ্য ঠিকই কাঙ্ক্ষিত গোলটির দেখা পায় তিউনিসিয়া। দলীয় অধিনায়ক স্ট্রাইকার ওয়াহবি কাজরি করেন সে গোল। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে, আরেক ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে ৫৮ মিনিটে জালের দেখা পান তিনি। বিশ্বকাপে এটিই তিউনিসিয়ার প্রথম গোল। এবং এই এক গোলেই তারা শেষ ষোলোর স্বপ্ন দেখা শুরু করেছিল। গোলশূন্য থাকা গ্রুপের অপর ম্যাচ ড্র হলে তাদেরই জায়গা হতো নকআউটে। 

    তিউনিসিয়ার গোলের খবর পেয়েই যেন অপর ম্যাচে জেগে উঠে অস্ট্রেলিয়া। রাইট উইঙ্গার ম্যাথু লকি একাই দৌড়ে গিয়ে এক ডিফেন্ডারকে নাচিয়ে স্মাইকেলকে পরাস্ত করেন। আবার টেবিলের দুইয়ে উঠে যায় অজিরা। 

    ম্যাচের শেষ ৩০ মিনিটে ডেনমার্ক অনেকবার আক্রমণে আসলেও নিজেদের গোলমুখ সুরক্ষিত রাখতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ফ্রান্সের কাছে ১-৪ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল অজিরা। পরের দুই ম্যাচে র‍্যাংকিংয়ের ১০ম ও ২৬তম দলকে হারিয়েছে তারা। বিশ্বকাপে এর আগে কখনোই টানা দুই ম্যাচ জিতেনি অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপ ইতিহাসে এর আগে একবারই গ্রুপ পর্ব পেরিয়েছিল অস্ট্রেলিয়া, ২০০৬ সালে।