• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    হাসপাতালে পেলে, মেয়ে জানালেন চিন্তার কিছু নেই

    হাসপাতালে পেলে, মেয়ে জানালেন চিন্তার কিছু নেই    

    ৮২ বছর বয়সী পেলেকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার মেয়ে কেলি নাসিমেন্তো  জানিয়েছেন যে এখানে ‘বিস্ময় বা জরুরী’ কিছুই ঘটেনি।

    ইএসপিএন ব্রাজিলের বরাতে পেলের হাসপাতালে যাওয়ার পর তার মেয়ে কেলি নিজেই বিষয়টা পরিষ্কার করতে ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে তার বাবার অবস্থা পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ক্যান্সারের জন্য সাধারাণত যেরকম ফুলে যায় সেটাই হয়েছে। সেটা পরীক্ষা করাতেই হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

    কেলি আরও জানান, “বাবাকে নিয়ে দেখলাম মিডিয়ার বরাতে সবাই অনেক চিন্তিত। চিন্তার কিছু নেই, ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে ওনার নিয়মিত ওষুধপত্রের পাশাপাশি ডাক্তার দেখানোর জন্য।”

    মিডিয়াতে তার হৃদরোগ সংক্রান্ত জটিলতার কথা বলা হলেও মেয়ে কেলি বলেছেন ২০২১ সালে তার কোলনের টিউমার অপসারণের পর তাকে হাসপাতালে নিতেই হয়। এবারও তাই চিন্তার মত কিছুই ঘটেনি।