পোল্যান্ডের সাথে ম্যাচে আর্জেন্টিনার যেসব রেকর্ড হলো...
পোল্যান্ডের সাথে জয়ে শেষ ১৬ নিশ্চিত হয়ছে আর্জেন্টিনার। এই ম্যাচে এমন কিছু রেকর্ড হয়েছে, যা আগে হয়নি। এক নজরে সেসব দেখে আসা যাক...
- সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে পাঁচটি ড্রিবল ও পাঁচটি সুযোগ তৈরি করেছেন লিওনেল মেসি (৩৫ বছর ১৫৯ দিনে)। এর আগে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি ছিল ডিয়েগো ম্যারাডোনার, ১৯৯৪ বিশ্বকাপে তা করেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে
- ২০০৬ বিশ্বকাপে লিওনেল মেসির পর সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম একাদশে ছিলেন এঞ্জো ফার্নান্দেজ (২১ বছর ৩১৭ দিনে)
- ১৯৬৬ বিশ্বকাপের পর মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে নিজে পেনাল্টি উপহার দিয়ে নিজেই সেটা সেভ করার কীর্তি গড়েছেন পোল্যান্ডের ভয়চেক শেজনি। সর্বশেষ কীর্তিটা ছিল ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের জোয়েল বাটসের
- পোল্যান্ডের সাথে ম্যাচ দিয়েই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি (২২টি)। আগের রেকর্ড ছিল ডিয়েগো ম্যারাডোনার
-১৯৬৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি পাস (১৩৭) দেওয়ার নতুন রেকর্ড গড়েছেন রদ্রিগো দি পল।