পেনাল্টি মিস করায় নিজের উপর বিরক্ত মেসি
পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করায় নিজের উপর ‘বিরক্ত’ হয়েছেন বলে জানিয়েছেন লিওনেল মেসি। তবে পেনাল্টি মিসের পরও ইতিবাচক ফুটবল খেলে জয় আদায় করায় সতীর্থদের প্রশংসা করেছেন তিনি।
সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়েছে। বুধবার গ্রুপ ‘সি’-র সর্বশেষ ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোল পোল্যান্ডকে হারিয়েছে তারা, ২-০ গোলের জয়ে নিশ্চিত করেছে গ্রুপসেরার আসনও।
গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়ার শঙ্কা নিয়ে ম্যাচ শুরু করা আর্জেন্টিনা প্রথমার্ধের ৩৯ মিনিটে একটি পেনাল্টি পায়। মেসির নেওয়া সেই পেনাল্টি সেভ করেন পোলিশ গোলরক্ষক ভয়চেক শেজনি।
ম্যাচশেষে মেসি বলেন, 'পেনাল্টি মিস করায় আমি নিজের উপর বিরক্ত। কিন্তু আমার ভুলের পর দল আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে।
সবার মধ্যেই এই বিশ্বাস ছিল যে আমরা ম্যাচ জিততে যাচ্ছি। শুধু একটা গোল করতে হবে আগে। প্রথম গোলের পর আমরা বাকি ম্যাচ যেভাবে খেলতে চেয়েছি সেভাবেই খেলেছি। '
“আগেই বলেছি, দলে যেসব খেলোয়াড় এসেছে, তারা জানে তাদের কী করতে হবে এবং সে অনুযায়ী সবাই সবসময় প্রস্তুত থাকে। এই দলের শক্তি হল ঐক্য, এবং (গত ম্যাচে) সবাই ডাকে সাড়া দিয়েছে।"