• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    শিরোপায় চোখ মরক্কোর

    শিরোপায় চোখ মরক্কোর    

    ৩৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে যাচ্ছে মরক্কো। বৃহস্পতিবার কানাডাকে হারিয়ে গ্রুপ ‘এফ’-র শীর্ষ দল হিসেবে শেষ ষোলোর টিকিট কেটেছে ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। ১৯৯৮’র নাইজেরিয়ার পর আশরাফ হাকিমিরাই প্রথম আফ্রিকান দল যারা বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। বাঁধ-ভাঙা মরক্কো এখন চোখ রাখছে সোজা শিরোপায়। 

    বৃহস্পতিবার কানাডাকে হারানোর পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মরক্কো কোচকে জিজ্ঞেস করে বসেন, “আপনার কি মনে হয় আপনারা বিশ্বকাপও জিততে পারবেন?” 

    পাশে বসে থাকা অধিনায়ক হাকিমির দিকে তাকিয়ে একটু হেসে রেগ্রাগুই বলেন, "আমাদের লক্ষ্য ছিল যেভাবেই হোক, নিজেদের সবকিছু দিয়ে গ্রুপ পর্ব পেরোতে হবে। সেটা যেহেতু করতে পেরেছি, এখন বাকিটা কেন নয়? লক্ষ্য সবসময় বড় রাখতে হয়। এখন আমরা আমাদের মানসিকতা বদলাব, যাতে করে আমাদের হারানো কঠিন হয়ে উঠে। 

    “শিরোপা জেতার স্বপ্নই বা কেন দেখব না? আফ্রিকান দলদেরও এরকম লক্ষ্য থাকা উচিত।”  

    শেষ ষোলোতে গতবারের রানার আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে মরক্কো।