বিশ্বকাপের রোলারকোস্টার গ্রুপ পর্ব: এশিয়া-জাপানের চমক, শেষের নাটক, ভিএআর এবং আরও যা জানা প্রয়োজন
শেষ হয়ে গেল বিশ্বকাপে রুদ্ধশ্বাস গ্রুপ পর্ব। ১৯৯৪ বিশ্বকাপের পর এবারই প্রথম গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচ থেকে পুর্ণ ৯ পয়েন্ট নিতে পারেনি কোনো দল। অঘটন ও নাটকের গ্রুপ পর্বে এবারের মতো এত চমক আর সম্ভবত হয়নি...
হার মেনেছে সবাই
দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা স্পেন, ব্রাজিল, পর্তুগালের সবাই শেষ পর্যন্ত হেরেছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ। এই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে অপরাজিত দল মাত্র পাঁচ- এর মধ্যে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস বাদ দিলে বাকি দুই চমক মরক্কো ও যুক্তরাষ্ট্র। বলতে গেলে ফেবারিটদের সবাই কমবেশি সংগ্রাম করেছে।
এশিয়া ও আফ্রিকার চমক
এই প্রথম আফ্রিকা থেকে এতগুলো জয় এসেছে বিশ্বকাপের গ্রুপ পর্বে। আর সেখানে পথ দেখিয়েছে সেনেগাল ও মরক্কো। প্রথম ম্যাচ হেরেও মানেকে হারাই নকআউটে চলে গেছে সেনেগাল। মরক্কো বেলজয়াম ও ক্রোয়েশিয়ার গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। তবে এশিয়ার দুই প্রতিবেশি জাপান ও দক্ষিণ কোরিয়ার গল্পটা সবচেয়ে নাটকীয়। বাঁচা মরার ম্যাচে দুই দল হারিয়েছে টুর্নামেন্টের দুই ফেভারিট স্পেন ও পর্তুগালকে, তাও আবার শেষ দিকের নাটকীয় গোলে।
জার্মানি, বেলজিয়াম, উরুগুয়ের স্বপ্নভঙ্গ
জার্মানি ও বেলজিয়াম সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে হতাশ করা দুই নাম। এর সাথে যোগ করতে পারেন টুর্নামেন্টের আগের ইনফর্ম ডেনমার্ক। আবার শেষ ম্যাচ জিতেও কান্নায় শেষ হয়েছে স্যারেজের উরুগুয়ের বিশ্বকাপ মিশন। জয় দিয়ে শেষ করেও ঘরে ফিরতে হয়েছে ক্যামেরুন, উরুগুয়ে, তিউনিসিয়া, মেক্সিকোকে।
নতুনের চমক
গ্রুপ পর্ব শেষে তিন গোল নিয়ে এগিয়ে থাকা কোডি গাকপো এবারের বিশ্বকাপে দেখাছেন চমক। মাত্র ২২ বছর বয়সী এই উইঙ্গারকে নিয়ে এর মধ্যেই ক্লাব ফুটবলে শুরু হয়ে গেছে টানাটানি। স্পেনের তরুণ ব্র্যান্ডের গাভি, পেদ্রিরা দেখিয়েছেন নিজেদের প্রতিভা। বাদ পড়লেও জার্মানির জামাল মুসিয়ালা দেখিয়েছেন, সামনে তিনি বড় কিছু করতে পারেন।
যোগ করা অতিরিক্ত সময়
এই বিশ্বকাপে সব ম্যাচেই বাড়তি সময় খেলানো হয়েছে, সেজন্য সব মিলে প্রায় ৫২৫ মিনিটের মতো নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি খেলা হয়েছে। ভিএআর থেকে এসেছে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত, তবে দিন শেষে প্রযুক্তির জন্য বড় কোনো ভুল হয়নি।