নকআউট পর্বে কার পথ কেমন?
শেষ হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ পর্ব। জার্মানি, বেলজিয়া্, উরুগুয়েওসহ নিয়মিত কিছু মুখ উঠতে পারেনি শেষ ১৬তে। কিন্তু সেমিফাইনালের কার পথ সবচেয়ে সোজা? কার পথ সবচেয়ে কঠিন?
সূচি অনুযায়ী যদি ব্রাজিল-আর্জেন্টিনা শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলো জিততে পারে তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। অন্যদিকে আরেক ব্র্যাকেটে আছে স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল। যার মানে ফাইনালের আগে এদের কারও সাথে দেখা হচ্ছে না ব্রাজিল বা আর্জেন্টিনার। যযদি ফেবারিটরা নিজেদের ম্যাচ জেতে তাহলে অল ইউরোপিয়ান ও অল লাতিন সেমিফাইনাল দেখা যেতে পারে।