• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    যে কারণে এবারের বিশ্বকাপ মেসির কাছে 'স্পেশাল'

    যে কারণে এবারের বিশ্বকাপ মেসির কাছে 'স্পেশাল'    

    সেই ২০০৬ বিশ্বকাপে প্রথম পা রেখেছিলেন বিশ্বমঞ্চে। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ পেরিয়ে এখন ২০২২। এর মধ্যে অনেক রেকর্ড হয়ে গেছে। এবারের বিশ্বকাপেই যেমন এর মধ্যে হয়ে গেছেন তিন গোল। পেরিয়ে গেছেন ম্যারাডোনার বিশ্বকাপ গোলসংখ্যা, খেলেছেন নিজের হাজারতম ম্যাচ, প্রথমবারের মতো গোল পেয়েছেন নকআউটে। তবে এবারের বিশ্বকাপটা মেসির কাছে আলাদা অন্য কারণে। ছেলেরা যে প্রথমবারের মতো বিশ্বকাপ বুঝতে শিখেছে! 

    মেসির তিন ছেলেকে নিয়ে তার সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জু আছেন কাতারে। পরিবারের সাথে তারা উপভোগ করছেন সব ম্যাচ। বড় ছেলে থিয়াগোর বয়স ১০, খেলাটা এর মধ্যেই কিছুটা বুঝতে শিখেছে সে। মেজ ছেলে মাতেওর বয়স ৭, সেও এখন কিছুটা বোঝে। একদম ছোট ছেলে চিরোর বয়স ৪, সে এখনো অতটা বোঝে না। তবে বড় দুই ছেলেকে আর্জেন্টিনার ম্যাচ এখন পুরোদমে উপভোগ করছে, বাবার খেলা বুঝতেও শিখেছে। বাবা হিসেবে এই ব্যাপারটা অন্যরকম তৃপ্তি দিচ্ছে মেসিকে, 'কিক অফ থেকে একদম শেষ বাঁশি বাজা পর্যন্ত আমি আমি আমার ছেলেদের কথা চিন্তা করি। তারা বড় হচ্ছে, ফুটবল বুঝতে শিখেছে, উপভোগ করতে পারছে। এর আগেও বিশ্বকাপ বা কোপা আমেরিকার সময় আমার সাথে পরিবার ছিল। থিয়াগোও সেখানে ছিল। তখন মাঠে সে কী হচ্ছে সেটা সে ঠিকমতো বুঝতে পারত না। এখন সে আগের চেয়ে অনেক ভালোভাবে খেলা বোঝে।'