• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    মিরাজ-মোস্তাফিজে থ্রিলার জয় বাংলাদেশের

    মিরাজ-মোস্তাফিজে থ্রিলার জয় বাংলাদেশের    

    ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অদ্ভুত ব্যাটিং ধ্বসের মুখে পড়ে বাংলাদেশ। ১৩৬ রানেই নেই ৯ উইকেট। হার কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। সেখান থেকে মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে রীতিমতো অসাধ্য সাধন করলেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটিং বীরত্বে চার ওভার হাতে রেখে এক উইকেটের থ্রিলার এক জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০'তে এগিয়ে বাংলাদেশ। 

    দারুণ এই জয়ের পথে মিরাজ-মোস্তাফিজ মিলে গড়েছেন ৫১ রানের জুটি; দশম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। সব মিলিয়ে ওয়ানডেতে সফল রান তাড়ায় চতুর্থ সর্বোচ্চ জুটিও এটি। মিরাজ একপ্রান্তে দাঁড়িয়ে ম্যাচের লাগাম রেখেছিলেন হাতে। অন্য প্রান্তে মোস্তাফিজ তাকে সঙ্গ দিয়ে গেছেন। এই দুজনের অবিশ্বাস্য জুটিতেই ম্যাচে শেষের হাসি বাংলাদেশের । 

     

    ব্যাট হাতে সাহসী মিরাজ

     

    টপ অর্ডারে রান পেয়েছেন কেবল অধিনায়ক লিটন দাস

     

    আজ বোলার সাকিব ছিলেন দুর্দান্ত ছন্দে

     

    এবাদতের ক্যারিয়ারসেরা বোলিং