গ্রুপ পর্বের সবচেয়ে দ্রুতগতির শট মেক্সিকোর
সৌদি আরবের বিপক্ষে মেক্সিকোর লুইস শ্যাভেজের নেওয়া বুলেটগতির ফ্রিকিকটি ছিল গ্রুপ পর্বের সবচেয়ে শক্তিশালী শট। বিশ্বকাপের ম্যাচবলের ভেতরে থাকা প্রযুক্তি অনুসারে এই তথ্য দিয়েছে ফিফা।
ম্যাচের ৫২ মিনিটে নেওয়া শ্যাভেজের এই ফ্রিকিকের পর ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মেক্সিকো। তবে এই ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও অপর ম্যাচের ফলাফলের জন্য গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় মেক্সিকোর।
অ্যাডিডাসের ম্যাচ বল আল রিহলার ভিতরে থাকা প্রযুক্তি ভিএআরকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এই প্রযুক্তির মাধ্যমেই উরুগুয়ের বিপক্ষে পর্তুগালের প্রথম গোলে ক্রিশ্চিয়ানো রোনালদো বল স্পর্শ করেছিলেন কি না, তা নির্ণয় করেছিল ভিএআর। এই প্রযুক্তি বলের গতিও ট্র্যাক করে।
এই প্রযুক্তির মাধ্যমে এখন গ্রুপ পর্বে হওয়া গোলগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতির শটের একটি তালিকা প্রকাশ করেছে ফিফা। যেই তালিকায় শীর্ষে রয়েছে শ্যাভেজের ফ্রিকিক, যার গতি ছিল ঘণ্টায় ১২১.৬৯ কিমি। দুইয়ে রয়েছে স্পেনের বিপক্ষে নেওয়া জাপান ফরওয়ার্ড রিসতু দোয়ানের শট, ঘন্টায় ১২০.০৪ কিমি।
স্পেনের বিপক্ষে নেওয়া নিকলাস ফুলক্রুগের সমতাসূচক গোলটি রয়েছে তালিকার তিনে, ঘানার বিপক্ষে নেওয়া রোনালদোর পেনাল্টি চারে এবং ওয়েলসের বিপক্ষে মার্কাস রাশফোর্ডের ফ্রিকিকটি পাঁচে।