• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    কোরিয়াকে নাচিয়ে কোয়ার্টারে 'টুর্নামেন্ট ফেভারিট' ব্রাজিল

    কোরিয়াকে নাচিয়ে কোয়ার্টারে 'টুর্নামেন্ট ফেভারিট' ব্রাজিল    

    ব্রাজিল ৪:১ দক্ষিণ কোরিয়া  


    দক্ষিণ কোরিয়াকে যেন ম্যাচে দাঁড়াতেই দেয়নি ব্রাজিল! ছন্দময় ফুটবল ও অতর্কিত আক্রমণে ১৩ মিনিটে দুই ও ৩৬ মিনিটের মধ্যে চার গোল করে বসা ব্রাজিলিয়ানদের জন্য দ্বিতীয়ার্ধ ছিল নেহাতই নিয়ম রক্ষার অর্ধ। এই বিশ্বকাপের সবচেয়ে একপেশে নকআউট শেষে ব্রাজিল মাঠ ছেড়েছে ৪-১ গোলের জয় নিয়ে। 

    ব্রাজিলের বিপক্ষে পূর্বে কোনো ম্যাচে ড্রও করেনি কোরিয়া। দুই দলের সর্বশেষ দুই লড়াই ব্রাজিল জিতেছে ৫-১ ও ৩-০ গোলে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে আন্ডারডগ কোরিয়ার ইতিবাচক কিছু করার সম্ভাবনা ছিল এমনিতেই ক্ষীণ। ব্রাজিলের মূল একাদশে নেইমারের অন্তর্ভুক্তি সেই সম্ভাবনা আরও কমিয়ে দিয়েছিল। 

    নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস, রিচার্লিসনের আক্রমণভাগ প্রথম মিনিট থেকেই কোরিয়ার রক্ষণে ত্রাস সৃষ্টি করতে শুরু করে। সপ্তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় ব্রাজিল রাইট উইং দিয়ে উপরে উঠে বক্সে লো ক্রস পাঠান রাফিনহা। বক্সের বাঁ পাশে বলটি রিসিভ করে গোলরক্ষক ও ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। 

    পাঁচ মিনিটের মধ্যে বক্সে রিচার্লিসনকে ফাউল করে পেনাল্টি খোয়ায় কোরিয়া। ঠাণ্ডা মাথায় পেনাল্টি জালে জড়িয়ে বিশ্বকাপের প্রথম গোল করেন দলে ফেরা নেইমার। ব্রাজিলের হয়ে তার সর্বশেষ সাতটি গোলই এসেছে পেনাল্টি থেকে। 

    ১৪ মিনিটের মধ্যেই যেন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। কিন্তু ক্ষুধার্ত ব্রাজিল তাদের আক্রমণ থামায় না। ২৭ মিনিটে দুর্দান্ত এক টিমপ্লে থেকে গোল করেন রিচার্লিসন। বক্সের বাইরে অসাধারণ স্কিলে কোরিয়ার এক ডিফেন্ডারকে পরাস্ত করে মার্কুইনোজকে পাস দেন রিচি। নিজে রান নেন বক্সের ভেতর। মার্কুইনোজ পাস দেন থিয়াগো সিলভাকে। সিলভার দেরি না করে বল পাঠান বক্সে রান নেওয়া রিচার্লিসনকে, যার স্বাভাবিক ফিনিশিংয়ে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। 

    ৩৬ মিনিটে লুকাস পাকেতার গোলে ব্যবধান ৪-০ করে ব্রাজিল। 

    দ্বিতীয়ার্ধে ঠিক খুনে ফুটবল না খেললেও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। কয়েকবার গোল দেওয়ার খুব কাছাকাছি আসেন রাফিনহা। ব্রাজিলের ফরওয়ার্ডদের মধ্যে তিনিই এখনো কোনো গোল পাননি। আগের ম্যাচে বেঞ্চের প্রায় সকল খেলোয়াড়কে মূল একাদশে খেলানো তিতে আজ বদলি হিসেবে নামান গোলরক্ষক ওয়েভারটনকেও। এর মাধ্যমে কাতার বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পেল ব্রাজিলের ২৫ সদস্যের দলের সবাই। 

    ৭৬ মিনিটে কোরিয়ার পার্ক সিয়ুং হো বক্সের বাইরে থেকে নেওয়া বুলেটগতির এক শটে এলিসনকে পরাস্ত করলেও তার গোল শেষ পর্যন্ত সান্ত্বনা হিসেবেই থেকে যায়।