• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    রোনালদোর আচরণে বিরক্ত পর্তুগাল কোচ

    রোনালদোর আচরণে বিরক্ত পর্তুগাল কোচ    

    দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়ার সময় ক্রিশ্চিয়ানো রোনালদোর করা মন্তব্য নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। 

    শুক্রবার কোরিয়ার বিপক্ষে ১-২ গোলে হারার পথে ৬৫তম মিনিটে বদলি করা হয় রোনালদোকে। মাঠ ছাড়ার সময় দৃশ্যত হতাশ রোনালদো ক্যামেরার তাকিয়ে বলেন, "সে (সান্তোস) আমাকে সাব করার জন্য পাগল হয়ে গেছে।" সেসময় দক্ষিণ কোরিয়ার চো গুয়ে-সাঙের সঙ্গে বিতর্কেও জড়ান এই ৩৭ বছর বয়সী। 

    সোমবার এক সংবাদ সম্মেলনে রোনালদোর আচরণ নিয়ে সান্তোস বলেন, “মাঠে থাকা অবস্থায় আমি কিছু শুনিনি। দক্ষিণ কোরিয়ার ওই খেলোয়াড়ের সঙ্গে তর্কাতর্কি করতে দেখেছি শুধু। তবে হ্যাঁ, পরে ফুটেজটা দেখেছি। সত্যি বলতে, বিষয়টা আমার ভালো লাগেনি। একদমই ভালো লাগেনি। 

    “পরে আমরা নিজেদের মধ্যে বিষয়টা সমাধান করেছি। এখন আমরা কালকের ম্যাচ নিয়ে চিন্তা করছি। সবার মনোযোগ ম্যাচের দিকেই।”  

    সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদো অধিনায়কত্ব করবেন কি না, বা তাকে মূল একাদশে দেখা যাবে কি না, এ ব্যাপারেও নিশ্চয়তা দেননি সান্তোস। 

    “কারা একাদশে থাকবে, সেটা আমি ড্রেসিংরুমে জানাই। স্টেডিয়ামে গিয়ে তারা জানতে পারে কারা দলে আছে। এবং সবাই তা জানে। আমি আসার পর থেকে এভাবেই চলে এসেছে বিষয়টি। আমার মতে যারা খেলার যোগ্য তারাই দলে জায়গা পাবে,” বলেন সান্তোস।