• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    কুন্ডে-কাণ্ডের পর গয়না নিষিদ্ধ করলেন দেশম

    কুন্ডে-কাণ্ডের পর গয়না নিষিদ্ধ করলেন দেশম    

    পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গলায় চেইন পরে মাঠে নেমেছিলেন ফ্রান্স ডিফেন্ডার জুলস কুন্ডে। বিষয়টি প্রথমে রেফারি, এবং পরে পুরো ফুটবল বিশ্বের নজরে আসার পর কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন খেলোয়াড়দের কোনো ধরনের অলংকারাদি পরা থেকে বিরত রাখবেন তিনি। 

    শেষ ষোলোর ম্যাচের ৪৩তম মিনিটে কুন্ডেকে মাঠের বাইরে গিয়ে তার গলার সোনার নেকলেসটি খুলে আসার নির্দেশ দেন রেফারি জেসুস ভালেনজুয়েলা। দেশমের একজন সহকারী গিয়ে তখন কুন্ডেকে নেকলেস খুলতে সাহায্য করেন।   

    সংবাদ সম্মেলনে দেশম বলেন, “ওটা পরে তার ম্যাচ শুরু করা উচিত হয়নি। ওই নেকলেসে কী আছে জানি না, কিন্তু এটা জানি কুন্ডে একটু কুসংস্কারাচ্ছন্ন। ট্রেনিংয়েও সে এই নেকলেস পরে আসে। 

    “তার কাছে এই নেকলেস কতটা গুরুত্বপূর্ণ জানি না। কিন্তু আমি তাকে বলেছি, তার ভাগ্য ভালো ওটা পরা অবস্থায় আমি তাকে ধরিনি। আমি ড্রেসিংরুমে দেখলে সে আর এটা পরে মাঠে নামতে পারত না। 

    “সানগ্লাস বা ঘড়ি বা আঙটি পরে আপনি ফুটবল খেলতে পারেন না। এটা নিয়ম-বহির্ভূত। আমি ভেবেছিলাম সে চেইনটা খুলে ফেলবে। কিন্তু খোলেনি। এটা আমাদের ভুল, এবং এরকম আর হবে না।” 

    শিরোপা ধরে মিশনে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দেশমের দল।