• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    কেন রোনালদোকে বেঞ্চে রাখলেন পর্তুগাল কোচ? সামনে কীভাবে খেলাবেন রোনালদোকে?

    কেন রোনালদোকে বেঞ্চে রাখলেন পর্তুগাল কোচ? সামনে কীভাবে খেলাবেন রোনালদোকে?    

    সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে পর্তুগাল একাদশে বড় চমক, একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে রোনালদোর জায়গায় নামা গন্সালো রামস হ্যাটট্রিক করে নিজের দাবিটা জোরালো করে গেলেন। কিন্তু কেন বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে রোনালদোকে? 

    ৩৭ বছর বয়সী রোনালদোর এই মৌসুমেই ক্লাব ফুটবলে নিয়মিত হয়েছে এই অভিজ্ঞতা, তাকে নিয়মিত একাদশে খেলাননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য সেরকম কিছু করেননি। ক্যারিয়ারে বড় টুর্নামেন্টের ৩১ ম্যাচে কালই প্রথম এই অভিজ্ঞতা হয়েছে রোনালদোর। এমনকি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেও একাদশে ছিলেন।

    তবে কালকের ম্যাচের পর প্রশ্ন উঠল, রোনালদো কি আর অটোমেটিক চয়েস নন? কেন তাকে একাদশের বাইরে রাখা হলো? গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোকে উঠিয়ে নেওয়ার পর অভিব্যক্তিতে বুঝিয়ে নিলেন ব্যাপারটা ভালোভাবে নেননি। সেই ম্যাচের পর সান্তোস নিজেও খানিকটা বিরক্তির সুরে বলেছিলেন, রোনালদোর ওই প্রতিক্রিয়াটা তিনিও খুব ভালোভাবে দেখেননি। কালকের ম্যাচে একাদশের বাইরে রাখা কি তাহলে শাস্তি? সান্তোস সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন, 'এরকম কিছুই নয়। রোনালদো আর আমার সম্পর্ক খুব ভালো। আমি তো ওকে সে স্পোর্টিং এর দিনগুলো থেকে চিনি। ওই ব্যাপারটা সেদিনই শেষ হয়ে গেছে। রোনালদো ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। দলে এখনো তার ভূমিকা গুরুত্বপূর্ণ।'

    সান্তোসের দাবি, রামোসকে নামানোর সিদ্ধান্ত ট্যাকটিক্যাল, 'দেখুন, আমি ম্যাচ প্রতি ম্যাচ চিন্তা করেছি। এই ম্যাচের জন্য আমার মনে হয়েছে রামোস আমাদের জন্য ভালো হবে। একেক ম্যাচের জন্য আমি একেক স্ট্র্যাটেজি ব্যবহার করব।'

    অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ বুঝতে পারছেন কেন রোনালদোকে নিয়ে এত কথা হচ্ছে, 'রোনালদো আমাদের সেরা খেলোয়াড়, ইতিহাসেরই সেরা খেলোয়াড়। সে দলে না থাকলে কথা হবেই। সেজন্যই সে যখন মাঠে নামে, সবাই চিৎকার করে। তবে এটার আসলে দরকার নেই। রোনালদো জানে সে দলের জন্য কী করতে পারে। সামনে ওকে দরকার হবে আমাদের।'

    সান্তোস রোনালদোকে কীভাবে ব্যবহার করেন সেটাই প্রশ্ন এখন।