• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    ব্রাজিল আর নেদারল্যান্ডসের খেলার ধরন একই রকম, দাবি ভ্যান গালের

    ব্রাজিল আর নেদারল্যান্ডসের খেলার ধরন একই রকম, দাবি ভ্যান গালের    

    এই বিশ্বকাপের নেদারল্যান্ডসের খেলার ধরন নিয়ে দেশে ভালোই কথা শুনতে হচ্ছে কোচ লুই ভ্যান গালকে। কিন্তু এই ডাচ কোচের দাবি, ব্রাজিলও খেলছে তার দলের মতোই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেওয়া ডাচদের প্রথম গোলকে তিনি 'বিশ্বকাপের সবচেয়ে সেরা মুহূর্ত' বলেও দাবি করেছেন। 

    ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান গাল বলেন, "আমিও গতকাল ব্রাজিলের খেলা দেখেছি। ওরা আমাদের মতোই খেলে। রক্ষণ নিশ্ছিদ্র রেখে তারা দ্রুত আক্রমণে উঠে। 

    "কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, মিডিয়া বলছে এটা নাকি ছন্দময় ফুটবল। আমরাও তো তাই করি। আমরাও এভাবেই গোল দিয়েছি। বরং আমাদের গোলটা (যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম গোল) বেশি সুন্দর ছিল। ওই গোল সবকিছুকে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল সেটি। খুবই দুর্দান্ত গোল।” 

    শুক্রবার আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভ্যান গালের দল। ২০১৪ সালের সেমিফাইনালে এই আর্জেন্টিনার কাছেই হেরেছিল ডাচরা। এই স্মৃতি এখনো ভুলেননি ভ্যান গাল। 

    “আমরা ইতোমধ্যে কোয়ার্টারে উঠে গেছি। আর্জেন্টিনাই শেষবার বিশ্বকাপ থেকে বিদায় করেছিল আমাদের। এবার পুরনো হিসাব চুকনোর পালা,” বলেন ভ্যান গাল।