জার্মানিতে থাকছেন ফ্লিকই, লক্ষ্য ইউরো ২০২৪
পর পর দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, চারবারের চ্যাম্পিয়ন জার্মানির এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আরও একবার বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানি কচ হান্সি ফ্লিক চলে যাবেন, এমন একটা গুঞ্জন উঠেছিল। তবে আপাতত ফ্লিকের ওপরেই আস্থা রেখেছে জার্মানি, ২০২২৪ ইউরো পর্যন্ত ফ্লিককেই কোচ রাখবে জার্মানি।
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির ফুটবল ফেডারেশন কাল বৈঠক করেছিল। সেখানেই ঠিক হয়েছে ফ্লিক টিকে যাচ্ছেন। জোয়াখিম লো গত ইউরোর ব্যর্থতার পর বিদায় নিয়েছিলেন। এরপর দলের দায়িত্ব নেন ফ্লিক। বাছাইপর্ব থেকে সবার আগে উঠে এলেও সাম্প্রতিক নেশনস লিগে খুব ভালো করেনি জার্মানি। বিশ্বকাপ ব্যর্থতার পর তার জায়গায় এমনকি থমাস তুখেল, ইয়ুর্গেন ক্লপেরও নাম শোনা গিয়েছিল। তবে আপাতত ঘরের মাঠে ২০২৪ ইউরোকে মাথায় রেখে থাকছেন ফ্লিক, তার চুক্তিও ওই ইউরো পর্যন্তই।
ফ্লিক থাকলেও এর মধ্যেই ব্যর্ততার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন দলের ম্যানেজিং ডিরেক্টর ও সাবেক কিংবদন্তি অলিভার বিয়েরহফ। ১৮ বছর জার্মানির দায়িত্ব পালন করার পর সরে দাঁড়ালেন বিয়েরহফ। তার জায়গা আসতে পারেন হার্থা বার্লিনের জেনারেল ম্যানেজার ফ্রেডি ববিচ।