• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    ‘আমি অল্পবিস্তর স্প্যানিশ জানি,’ ম্যাচশেষে আর্জেন্টিনার খেলোয়াড়েরা কী বলেছিল জানালেন ভ্যান গাল

    ‘আমি অল্পবিস্তর স্প্যানিশ জানি,’ ম্যাচশেষে আর্জেন্টিনার খেলোয়াড়েরা কী বলেছিল জানালেন ভ্যান গাল    

    আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচকে কেন্দ্র করে দুই দলের মাঝেই বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। লিয়েন্দ্রো পারেদেস হল্যান্ডের বেঞ্চকে উদ্দেশ্য করে শট নিয়ে বসলে মাঠেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচশেষে হল্যান্ড কোচকে উদ্দেশ্য করে কটু কথা বলেছেন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়। মেজাজ হারিয়েছেন লিওনেল মেসিও।  

    আবারও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে বাদ পড়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন লুই ভ্যান গাল। হল্যান্ডের বিদায়ী কোচ সাংবাদিকদের বলেন, “আমি অল্পবিস্তর স্প্যানিশ বুঝি, ম্যাচশেষে আর্জেন্টিনার গোলরক্ষক এসে আমাকে বলেছে আমি নাকি অনেক বেশি বকেছি।” 

    মার্টিনেজ নিজেও খোলাসা করেন বিষয়টি। টাইব্রেকারে আর্জেন্টিনার ত্রাণকর্তা হয়ে উপস্থিত হওয়া এই গোলরক্ষক বলেন, “ভ্যান গাল বলেছিল, ‘পেনাল্টিতে গেলে আমাদের লাভ। পেনাল্টিতে গেলেই আমরা জিতব।’ আমার মনে হয় তার মুখ বন্ধ রাখা উচিত।” 

    শুধু মার্টিনেজ না, ম্যাচের পর মেসিও তার মেজাজ হারিয়েছেন। সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার মাঝখানে মেসিকে দেখা যায় হল্যান্ড স্ট্রাইকার ভাউট ভেগহর্স্টকে উদ্দেশ্য করে গালমন্দ করতে।