পেনাল্টি মিসের যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, জানেন কেইন
গোলটা করলেই হয়ে যেত রেকর্ড। ওয়েইন রুনি ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিতেন। পেনাল্টি থেকে খানিক আগেই করেছেন একটা গোল, আরেকটা করার জন্য কেইনের ওপরেই ছিল বাজি। কিন্তু কেইন মিস করলেন। শেষ পর্যন্ত দলকে বিদায় নিতে হলো কোয়ার্টার ফাইনাল থেকে। ম্যাচ শেষে কেইন বলেছেন, এই মিসের বোঝা অনেক দিন বয়ে বেড়াতে হবে।
প্রথম পেনাল্টি থেকে গোল ঠিকমতোই দিয়েছিলেন। কিন্তু পরেরটা চলে যায় পোস্টের ওপর দিয়ে। এই গোলটা করলেই সমতা ফেরাত ইংল্যান্ড, কে জানে হয়তো সেমিফাইনালেও চলে যেত পরে। শেষ বাঁশি বাজার পরেই কেইন ভেঙে পড়েন কান্নায়। ম্যাচ শেষে তার গলায় সেই কান্নারই অনুরণন, 'আমি আসলে দ্বিতীয় পেনাল্টির আগে অন্য কিছু ভাবিনি। যেভাবে প্রথম পেনাল্টির জন্য প্রস্তুতি নিয়েছিলাম এটাতেও সেভাবে নিয়েছি। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে এবারও পারব। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু কাজটা ঠিকমতো করতে পারিনি।'
কেইন এখন মেনে নিচ্ছেন সত্যিটা, 'অবশ্যই এখন আমাকে এই পেনাল্টি মিসের বোঝাটা অনেক দিন বয়ে বেড়াতে হবে। তবে তারপরও আমি মাথা উঁচু করে বলব, এই দলকে নিয়ে আমি গর্ব করি। যারা এই দলে খেলেছে, তারা ইংল্যান্ডকে আরও বড় স্বপ্ন দেখাতে পারে।'
ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটও সহমর্মিতা জানাচ্ছেন কেইনকে, 'ও মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে, তবে আমি জানি ও দলের জন্য কতটা করেছে। ওর নেত্ররুত্ব ও দক্ষতার জন্যই দল হিসেবে আমরা এখানে এসেছি।'