দেশমের মুখেও মরক্কোর প্রশংসা
বুধবারের সেমিফাইনালকে সামনে রেখে প্রতিপক্ষ মরক্কোর প্রশংসা করেছে ফরাসি কোচ দিদিয়ের দেশম।
শনিবার পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো। এর আগে স্পেন ও বেলজিয়ামকে হারিয়েছে ওয়ালিদ রেগ্রাগুইর দল, ড্র করেছে আরেক সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার সাথে। তাই স্বাভাবিকভাবেই মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই বলে মনে করছেন দেশম।
রোববার টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্স কোচ বলেন, “তারা (মরক্কো) এই পর্যায়ে খেলবে এটা তেমন কেউ আশা করেনি। কিন্তু তারা সেমিতে আছে এবং এতে অবাক হওয়ার কিছু নেই। পাঁচ ম্যাচে মাত্র এক গোল খেয়েছে তারা। যৌক্তিকভাবেই তারা সেমিতে খেলার দাবিদার।”
মিডফিল্ডার অরেলিয়েন সুয়ামেনির কণ্ঠেও তার কোচের বক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে। মরক্কোর রক্ষণকে ভাঙতে ফ্রান্সকে অনেক পরিশ্রম করতে হবে বলে মনে করছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। সুয়ামেনি জানান, ‘কঠিন’ এক ম্যাচের জন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন।