• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    বিশ্বকাপের বিড়াল সমাচার: 'দত্তক' স্টোনস-ওয়াকারের, ভিনিসিয়াসের সংবাদ সম্মেলনে

    বিশ্বকাপের বিড়াল সমাচার: 'দত্তক' স্টোনস-ওয়াকারের, ভিনিসিয়াসের সংবাদ সম্মেলনে    

    ট্রফি নিয়ে ফিরতে পারছে না ইংল্যান্ড। তবে বিড়াল নিয়ে দেশে ফিরছেন ম্যানচেস্টার সিটির দুই ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস ও কাইল ওয়াকার। কাতারে একটা বিড়াল দত্তক নিয়েছেন দুজন। দেশে ফেরার সময় নিয়ে আসছেন সেটিকে। 

    বিশ্বকাপে বিড়াল আলোচনায় এসেছিল কদিন আগে। ব্রাজিলের ভিনিসিয়াসের সংবাদ সম্মেলন চলার সময় একটি বিড়াল এসে সম্মেলন টেবিলের ওপর উঠে পড়ে। ভিনিসিয়াস বেশ মজা পেয়েছেন ব্যাপারটায়, যদিও পরে বিড়ালটিকে সরিয়ে দেওয়া হয়। 

    ওয়াকার-স্টোন্স ইংল্যান্ডের ক্যাম্পে থাকার সময় একটা পরিত্যক্ত বিড়াল খুঁজে পান। সেটার নাম দেন ডেভ। বিড়ালটির সাথে দুজনের বেশ বন্ধুতা হয়ে যায়। ডেভকে তারা নিয়মিত খাবার দিতেন। কাতার থেকে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর হুট করে দুজন ঠিক করলেন, ডেভকে তারা রেখে আসবেন না। নিয়ম অনুযায়ী ডেভকে টিকা দেওয়ার পর চার মাস কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর ইংল্যান্ডে ডেভ আসবে। আপাতত স্টোনস না ওয়াকার, কার কাছে থাকবে তা নিশ্চিত নয়।