মেসির মাঠে থাকাটাই আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা: তালিয়াফিকো
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেমিতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
প্রতি টুর্নামেন্টের মতো এবারও লিওনেল মেসির কাঁধে চড়েই এতদূর এসেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার পাঁচ ম্যাচে মোট ছয়টি গোলে অবদান রেখেছেন এই ৩৫ বছর বয়সী (চার গোল, দুই অ্যাসিস্ট)। সেমিতেও তার দিকেই তাকিয়ে থাকবে পুরো আর্জেন্টিনা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকো বলেন, “মেসি আমাদের অধিনায়ক, আমাদের নেতা। তিনি সবসময়ই আমাদের সামনের দিকে ঠেলছেন, আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। মেসি পিচে থাকাটাই আমাদের জন্য একটি বাড়তি সুবিধা। তার দলে থাকাটাই আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করে। তাকে অধিনায়ক হিসেবে পেয়ে আমরা সত্যিই খুশি। আমরা সবাই মিলে স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করে যাচ্ছি, এরমধ্যে মেসিকে পাশে পাওয়াটা অবশ্যই বিশেষ কিছু।"
সংবাদ সম্মেলনে কথা উঠেছে মেসির সম্ভাব্য অবসর নিয়ে। গুঞ্জন রয়েছে বিশ্বকাপের পরই জাতীয় দলকে বিদায় জানিয়ে দিবেন এই ফরওয়ার্ড। এই প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, “দেখা যাক সে খেলা চালিয়ে যায় কি না, আমাদের তার খেলা উপভোগ করার সুযোগ দেয় কি না।”