সেমিতে আর্জেন্টিনা-হল্যান্ডের মতো ‘রেষারেষি’ চান না ক্রোয়েশিয়া কোচ
টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচদের মতো তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনাও সেমিতে উঠেছে টাইব্রেকারে জিতে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার সেই কোয়ার্টার ফাইনাল রেষারেষির জন্যও শিরোনাম হয়েছে। ১২০ মিনিটের ম্যাচে দুই দল থেকে কার্ড দেখেছে মোট ১৮ জন। মঙ্গলবারের সেমিফাইনালে এমন পরিস্থিতি দেখতে চান না বলে জানিয়েছেন ক্রোয়েশিয়া কোচ জলাটকো দালিচ।
সোমবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দালিচ বলেন, "আমি আবেগপ্রবণ হয়ে কখনো কারো উপর রাগ করি না। হল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে মাঠের বাইরের বিষয়াদি নিয়ে অনেক রাগারাগি ও বিশৃঙ্খলা হয়েছে। আশা করি আগামীকাল (আজ) এমন কিছু হবে না।
"কালকের ম্যাচটি আমাদের দুই দলের জন্যই একটি বিশাল বড় ম্যাচ। ফাইনালের টিকিটের জন্য লড়তে যাচ্ছি আমরা।”
তবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচেও রাগারাগির ইতিহাস রয়েছে। সর্বশেষ ‘১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ০-৩ গোলে হারার পর দালিচের সঙ্গে হাত মেলাননি আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। এই ঘটনা নিয়েও প্রশ্ন করা হয় দালিচকে। ৫৬ বছর বয়সী কোচ জবাবে বলেন, “আমি জানি কারা কী করেছিল। ওই সময় প্রত্যাশার চাপ হয়তো অনেক বেশি ছিল। এরকম হয়। তবে আমার কারো প্রতি কোনো ক্ষোভ নেই।”