বিদেশী কোচ চান না রিভালদো: “এটা ব্রাজিলীয় কোচদের জন্য অপমানজনক”
তিতে বিদায় নেওয়ার পর ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। বিদেশী কোচ নিয়োগ দেওয়া উচিত কি না, তা নিয়ে চলছে বিতর্কও। রোনালদো নাজারিওর মতো সাবেকরা মনে করছেন, এবার একজন বিদেশীকে সুযোগ দেওয়া উচিত ব্রাজিলের। তবে আরেক ব্রাজিল কিংবদন্তি, রিভালদো এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রিভালদো বলেন, “আমি এর সঙ্গে একমত না। আমি মনে করি আমাদের দলে একজন বিদেশী কোচ নিয়োগ দেওয়াটা ব্রাজিলীয় কোচদের জন্য অপমানজনক। আমি মনে করি এই মুহূর্তে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো কোচ রয়েছে আমাদের। রোজারিও সেনি, ফার্নান্দো দিনিজ, কুকা, রেনাতো গাউচো, ডোরিভাল জুনিয়রের মতো ম্যানেজার আছে আমাদের।"
বিদেশী কোচ কোনো সাফল্যের গ্যারান্টিও দিবে না বলে মনে করছেন এই সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকা।
“বিদেশী কোচ আনলেই যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে যাবো, ব্যাপারটা এমন না। আর এটাও যদি নিশ্চিত হতো, তাহলে সেই বিদেশী কোচ তার নিজের দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে চাইবেন। তার জাতিকে খুশি করতে চাইবেন। ব্রাজিলের চেয়ে নিজের দেশে তার প্রয়োজন বেশি, কারণ ব্রাজিল তো বিশ্বকাপ জিতেছেই পাঁচবার,” যোগ করেন রিভালদো।
“সন্দেহ নেই বিদেশীরাও ভালো কোচ। কিন্তু সেলেসাও আমাদের, এই জাতির। এবং এই দলের দায়িত্বে এমন কাউকে থাকতে হবে যার শিরায় শিরায় ব্রাজিলীয় রক্ত।”