ক্লাব ফুটবলে ফিরছেন এনরিকে
স্পেন জাতীয় দলের সদ্য সাবেক কোচ লুইস এনরিকে জানিয়েছেন সামনে কোনো ক্লাবের দায়িত্ব নিতে চান তিনি।
মরক্কোর কাছে হেরে শেষ ষোলোতে স্পেনের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, এনরিকের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না তারা। স্পেনের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তে।
সোমবার একজন টুইচ স্ট্রিমারকে দেওয়া সাক্ষাৎকারে এনরিকে বলেন, “জাতীয় দলের অধ্যায় শেষ। এখন অজস্র সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছে আমার সামনে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটি ক্লাবের দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি আমি। জাতীয় দলের চেয়ে ক্লাবে আরও অনেক বিশদ পরিসরে ও সুচারুভাবে কাজ করা যায়। বড় কোনো অফার না আসলে আমি সামনের মৌসুম পর্যন্ত অপেক্ষা করব।
পূর্বে রোমা, সেল্টা ভিগো ও বার্সেলোনার মতো ক্লাব পরিচালনা করেছেন এনরিকে। ২০১৮ সালে স্পেনের দায়িত্ব নেওয়ার পর তাদেরকে নিয়ে গেছে ২০২০ ইউরোর সেমিফাইনালে, যেখানে আসন্ন চ্যাম্পিয়ন ইতালির কাছে টাইব্রেকারে হেরেছে তার দল। কাতার বিশ্বকাপও দুর্দান্তভাবে শুরু করেছিল স্পেন। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলে জিতে ও জার্মানির সঙ্গে ড্র করে শুরু করা স্পেনের টুর্নামেন্ট শেষ হয়েছে আরেক টাইব্রেকারে হেরে। এবার মরক্কোর সাথে গোলশূন্য ড্র করেছিল এনরিকের দল।
“আমরা একটি বড় সুযোগ হাতছাড়া করেছি। সেমিফাইনালে ওঠা দলগুলোর দিকে যখন তাকাই, আমার মনে হয় এদের কেউ আমাদের চেয়ে ভালো ফুটবল খেলছে,” বলেন এনরিকে।