• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    নেইমারের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত রোনালদো

    নেইমারের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত রোনালদো    

    বিশ্বকাপ থেকে বাদ পড়ে হতাশাগ্রস্ত নেইমারকে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও।

    ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বাদ পড়ার পর নেইমার নিজেই বলেছিলেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বলেছেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন কী না তাও জানেন না তিনি

    নেইমারের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত রোনালদো বলেন, “আমি তাকে পরামর্শ দিব মনোবিজ্ঞানীর সাহায্য নেওয়ার। সে যেই চাপের মধ্য দিয়ে গেছে কোনো মানুষের পক্ষেই তা সহ্য করা সম্ভব না।” 

    নেইমার ফিরে আসবে। একই রকম আবেগ ও তৃষ্ণা নিয়ে ফিরে আসবে সে। কিন্তু আমি এটা জোর দিয়ে বলবো, আমাদের খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের উপর নজর দেওয়া উচিত। এটা দিকে দৃষ্টিপাত করাটা খুবই জরুরী হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্বকাপের সময়, যেখানে পুরো বিশ্ব ব্রাজিল দলের দিকে তাকিয়ে থাকে। নেইমারের দিকে তাকিয়ে থাকে। 

    জাতীয় দলের জার্সিতে প্রথম শিরোপার খুঁজে কাতারে আসা নেইমার বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোড়ালির চোট নিয়ে ছিটকে যান। তবে ইনজুরি থেকে ফিরে নকআউট পর্বে আবার দলে ফিরেন এই ৩০ বয়সী, দুই গোল করে পেলের রেকর্ডে ভাগও বসান। কিন্তু ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলে মালিক হওয়ার রাতেই টাইব্রেকারে হেরে বাদ পড়ে তার দল। 

    “ওই সাক্ষাৎকারে যখন দেখলাম নেইমার বলছে সে মানসিকভাবে ভেঙে পড়েছে, সেটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। যেন আমিও মানসিকভাবে ভেঙে পড়েছি। 

    "আমি তাকে সাহায্য করার জন্য কোনো উপায় খুঁজে বের করতে চাচ্ছিলাম। আজকের দিনে এমন সাহায্য (মানসিক স্বাস্থ্য সংক্রান্ত) পাওয়া সম্ভব। আমাদের সময় এসব নিয়ে তেমন কথাই হতো না।”