• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    মেসির জার্সির মজুদ ফুরিয়ে গিয়েছে অ্যাডিডাসের!

    মেসির জার্সির মজুদ ফুরিয়ে গিয়েছে অ্যাডিডাসের!    

    মেসি জ্বরে কাপছে বিশ্ব, আর সেই জ্বর সামলাতে হিমশিম খাচ্ছে অ্যাডিডাস। বিশ্বজুড়ে মেসির জার্সির জন্য হন্যে হয়ে থাকা মানুষদের তাই শুনতে হচ্ছে দুঃসংবাদ। আপাতত অ্যাডিডাসের মজুদে এখন নেই কোনও মেসির জার্সি। নারী, পুরুষ, শিশু বা যেকোনো সাইজই হোক, অ্যাডিডাসের বিক্রি করা মেসির জার্সি ফুরিয়ে যাওয়াতে আপাতত মিলছে না সেটা।

    জার্মানির এই কোম্পানি জার্মানির পর ফুটবলে আর্জেন্টিনার জার্সিই সবচেয়ে বিক্রি করে। সেটা মাথায় রেখেই উৎপাদন করেন তারা। তবে এবার যে মানুষ এতোটা হুমড়ি খেয়ে পড়বে সেটা আঁচ করতে পারেনি অ্যাডিডাস। অ্যাডিডাসের এই দূরদর্শীতার অভাবের সুযোগ নিয়ে বাজারে বিক্রি হচ্ছে প্রচুর নকল জার্সি। মেসির নাম পিছে লাগিয়ে জার্সি বানানোর সুযোগও তাই পেয়ে গিয়েছে সেই বিক্রেতারা।

    লাইসেন্স বিহীন জার্সি বিক্রেতাদের কপাল খুললেও হেনস্থা হতে হচ্ছে এএফএকেও! পরিস্থিতি সামাল দিতে তাই বিবৃতিও দিয়েছেন তারা, "আমরা তো আরও বিক্রি করতেই চাই। কিন্তু এখানে আমাদের হাত বাঁধা। এটার দায়িত্ব আসলে সম্পূর্ণ অ্যাডিডাসের ওপর। আপনাদের বুঝতে হবে যে ওদের দেশেও অবস্থা বেগতিক, তাদের যথেষ্ট জনবল তো নেই দেশের মাঝেও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।"

    অ্যাডিডাস জনগণের ক্রোধ ও মেসির জার্সি হাতে পাওয়ার আকাঙ্খাটা বুঝতে পারছে। তবে দিনেদুপুরেই যে তারা উৎপাদন বাড়িয়ে ফেলতে পারবে না সেটাও পরিষ্কার করেই বলেছে এই কোম্পানি। মেসির জার্সির জন্য মানুষের আশার কথা তারা আগেই বুঝেছিল তবে এভাবে হুমড়ি খেয়ে পড়ে যে তাদের ওয়েবসাইট বিকল হয়ে যাবে, দোকানগুলো শূন্য হয়ে যাবে সেটা তারা আঁচ করতে পারেনি। মেসিকে নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা ছিলই, সেই সাথে এটাই যে তার শেষ বিশ্বকাপ। আর বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটাও মেসি খেলবেন দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য। মেসির জার্সির জন্য এবার যে এরকম টান পড়বে সেটা নিয়ে অবাক হওয়ার অবকাশ নেই।