রেফারিং নিয়ে ফিফার কাছে মরক্কোর আনুষ্ঠানিক প্রতিবাদ
সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারার পর ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে প্রতিবাদলিপি পেশ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন (এফএমআরএফ)।
ম্যাচে দুটি সম্ভাব্য পেনাল্টি নিয়ে অভিযোগ তুলেছে মরক্কো, অভিযোগের মূল তীর মেক্সিকান রেফারি সিজার রামোস দিকে। প্রথমার্ধে ফ্রান্স ফুলব্যাক থিও হার্নান্দেজ ডিবক্সের ভেতর সোফিয়ান বুফলকে চার্জ করলে পেনাল্টির পরিবর্তে উল্টো বুফলকে হলুদ কার্ড দেখান রেফারি।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে মরক্কো ফেডারেশন বলে, "ম্যাচে রেফারিং সিদ্ধান্তগুলো পর্যালোচনা করার জন্য প্রাসঙ্গিক সংস্থাকে চিঠি দিয়েছে এফএমআরএফ। দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে মরক্কোকে, যেগুলো অনেক রেফারি বিশেষজ্ঞের দৃষ্টিতে অনস্বীকার্য ছিল। ভিএআর কেন এই পরিস্থিতিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তাতেও সমানভাবে অবাক হয়েছে এফএমআরএফ।"
ভিএআরের নীরবতায় অবাক হয়েছেন ম্যাচে ধারাভাষ্য দেওয়া অনেক বিশ্লেষকও। অভ্যন্তরীণ ব্রিটিশ রেডিওতে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ক্রিস সুটন বলেন, “দেখে মনে হয়েছিল মরক্কোর পেনাল্টি। ভিএআর কাজ করছে না নাকি!”
সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার ও ফুটবল বিশ্লেষক রিও ফার্দিনান্দও এরসঙ্গে একমত হয়েছেন। তিনি বলেন, বুফলের বিরুদ্ধে ফাউল দেওয়ার পরিবর্তে এখানে পেনাল্টি দেওয়া উচিত ছিল।”