• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    ফাইনালে কীভাবে দল সাজাতে পারে আর্জেন্টিনা-ফ্রান্স

    ফাইনালে কীভাবে দল সাজাতে পারে আর্জেন্টিনা-ফ্রান্স    

    দেখতে দেখতে বিশ্বকাপের শেষ ম্যাচের দিনে পা রেখেছি আমরা। তৃতীয় তারকার জন্য আজ মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলের দুই কান্ডারি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে আছেন দুর্দান্ত ফর্মে। নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে মেসির সামনে হাতছানি প্রথম বিশ্বকাপ উঁচিয়ে ধরার। আর নিজের মাত্র দ্বিতীয় বিশ্বকাপেই দ্বিতীয়বারের মত সোনায় মোড়ানো শিরোপাটা উঁচিয়ে ধরার সুযোগ থাকছে এমবাপের সামনে। আর সেই স্বপ্নকে সত্যি করতে দুই দলকেই গভীর ভাবনার মধ্য দিয়ে দল সাজাতে হবে।

    ফ্রান্স চাইবে নিজেদের সেরা দল ও পরীক্ষিত ফর্মুলাতে আস্থা রাখতে। আর আর্জেন্টিনা চাইবে ফ্রান্সের গতিময় ও ক্ষিপ্র দুই উইং ফরওয়ার্ডকে নিশ্চুপ রাখতে। ফ্রান্স যে তাদের পরীক্ষিত ফর্মেশন থেকে সরে আসবে না সেটা কিছুটা হলেও আঁচ করা যায়। সেজন্যই বরাবরের মত বিকল্প ভেবে রাখবেন স্কালোনি। স্কালোনির সামনে থাকবে দুটো চিন্তা - দুই উইং ফরওয়ার্ডের গতির প্রভাবের কথা মাথায় রেখে মলিনা ও আকুনিয়াকে সহায়তা দিতে তিন সেন্টার ব্যাক নিয়ে রক্ষণভাগ সাজানো অথবা নতুন ভূমিকায় অবতীর্ণ গ্রিজমানকে ম্যাচে নিষ্প্রভ করে রাখার জন্য তিন জনের মিডফিল্ডের  সৃষ্টিশীলতার পরিবর্তে চার জনের মিডফিল্ড নামানো, যেখানে ৪-৪-২ ফর্মেশনে গত ম্যাচের মত সুযোগ পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। দুই দল কীভাবে দল সাজাতে পারে সেটাই ভেবে দেখা যাক।

     

    আর্জেন্টিনা শিবিরের খবর

    ইনজুরি কাটিয়ে ম্যাচ ফিট হওয়ার কারণে গত ম্যাচের শেষ দিকে নেমেছিলেন পাওলো ডিবালা। তবে সেমি-ফাইনালেও সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি আনহেল ডি মারিয়া। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার কারণে তার প্রয়োজন না পড়ায় আর তাকে নামাননি স্কালোনি। ফাইনালেও হয়তো শুরু থেকে নামতে পারবেন না। তবে প্রয়োজন পড়লে দ্বিতীয়ার্ধ থেকে তাকে নামানোর সুযোগ থাকছে স্কালোনির হাতে।

    ফ্রান্স শিবিরের খবর

    ক্যামেল ভাইরাসের আঘাতে ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে নিয়ে জেগেছিল শঙ্কা। ৫ জন ফুটবলারের ম্যাচে নামাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। আগের ম্যাচেই দায়োত উপামেকানো ও আদ্রিয়েন রাবিয়ো নামতে পারেননি এই ফ্লুয়ের জন্য। গত ম্যাচের দুই সেন্টার ব্যাক রাফায়েল ভারান ও ইব্রাহিম কোনাটেকে নিয়েও জেগেছিল শঙ্কা। তবে সেসব শঙ্কা কাটিয়ে শেষ দিনে ফ্রান্সের হয়ে অনুশীলন করেছে সবাই।

    কেমন হতে পারে দুই দলের ফর্মেশন ও পরিকল্পনা

    দিদিয়ের দেশম তার পরীক্ষিত ৪-২-৩-১ ফর্মেশন থেকে হয়তো সরে আসবেন না। কোনও খেলোয়াড় ফ্লুয়ের কারণে শেষমেশ নামতে না পারলেও তার হাতে যথেষ্ট বদলি খেলোয়াড় রয়েছে এই ফর্মেশনে শুরু করার। গ্রিজমানের নতুন ভূমিকার জন্য এই ফর্মেশনটা বড়ই জরুরী দেশমের। সেই সাথে জিরুর ডিফেন্ডার আগলে বল ছেড়ে দুই উইংয়ে গতির ব্যবহার করতে হয়তো পরীক্ষিত পথেই হাটবেন দেশম।

    অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে শুরু করার পর প্রতি ম্যাচে প্রতিপক্ষের পরিকল্পনা পড়ে সেটা নস্যাৎ করার জন্য একেক ম্যাচে একেক পরিকল্পনা সাজিয়েছেন লিওনেল স্কালোনি। স্কালোনির ধূর্ত মস্তিষ্কের খেলা দেখা যেতে পারে তাই আরও একবার। গত ম্যাচের চার জনের রক্ষণভাগ থেকে সরে এসে এমবাপে ও ডেম্বেলের গতির প্রভাব প্রশমনের উপায় বাতলাতে চাইবেন তিনি। সেজন্যই হয়তো পাঁচ জনের রক্ষণভাগ নিয়ে দল সাজাতে পারেন তিনি। ৩-৫-২ ফর্মেশনে দল সাজিয়ে ফরওয়ার্ডদের একজন হিসেবে থাকবেন মেসি, যে সন্দেহাতীতভাবেই থাকবে ‘ফ্রি-রোলে’।

    সম্ভাব্য একাদশ

    আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি(অধিনায়ক), হুলিয়ান আলভারেজ

    ফ্রান্স: হুগো ইয়রিস(অধিনায়ক), জুলস কুন্ডে, রাফায়েল ভারান, ইব্রাহিম কোনাটে (/দায়োত উপামেকানো), থি হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, আঁতোয়াঁ গ্রিজমান, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে