খেলা চালিয়ে যাবেন মদ্রিচ
মরক্কোর সাথে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ছিল আনুষ্ঠানিকতাই। তবে আরেকটা প্রশ্ন ছিল, এটা কি হতে যাচ্ছে ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচের শেষ ম্যাচ? আপাতত সেরকম গুঞ্জন মদ্রিচ নিজেই উড়িয়ে দিয়েছেন। ম্যাচ শেষে জানিয়েছেন, অন্তত নেশনস লিগ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তার।
মরক্কোকে ২-১ গোলে হারিয়ে কাল বিশ্বকাপ মিশন শেষ করেছে ক্রোয়েশিয়া। ৩৭ বছর বয়সে লুকা মদ্রিচ কাল বিশ্বকাপের শেষ ম্যাচটা হয়তো খেলে ফেললেন। কিন্তু ক্রোয়েশিয়ার হয়ে খেলা কি চালিয়ে যাবেন? ম্যাচ শেষে কাল নিজের শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে পোডিয়ামে ছিলেন মদ্রিচ, তখনই এই প্রশ্ন উঠল। বিইনস্পোর্টসকে মদ্রিচ বললেন, অবসরের কোনো চিন্তাভাবনা করছেন না। সামনেই নেশন্স লিগ, আপাতত সেটা পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন।
অবশ্য ২০৪ সালেই পরের ইউরো, সেটার আর বাকি বছর দেড়েক। কদিন আগেই মদ্রিচের রিয়াল মাদ্রিস সতীর্থ টনি ক্রুস বলেছিলেন, মদ্রিচের ইউরো খেলা নিয়ে তিনি বাজি ধরতে রাজি। মদ্রিচ বললেন, তিনি এখনো খেলাটা উপভোগ করছেন। জাতীয় দলকে আরও কিছু দেওয়ার আছে বলে মনে করেন।