• অন্যান্য
  • " />

     

    সালাহ-মানে-হাকিমি : ফেভারিট যারা বাদ পড়লেন এবারের আফকন থেকে

    সালাহ-মানে-হাকিমি : ফেভারিট যারা বাদ পড়লেন এবারের আফকন থেকে    

    ফিফা র‍্যাংকিংয়ে আফ্রিকার শীর্ষ পাঁচ দেশের সবকটিই বাদ পড়ে গেছে এবারের আফ্রিকান কাপ অফ নেশন্স থেকে। শেষ ষোলতে হেরেছে মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া ও মিশর। আর গ্রুপ রাউন্ড পেরোতে পারেনি আলজেরিয়া। এছাড়া আফকনের গত মৌসুমের কোয়ার্টার ফাইনাল খেলা আট দলের মধ্যে একটিও উঠতে পারেনি এবারের কোয়ার্টার ফাইনালে। এবারের কোয়ার্টার ফাইনালে নেই কোনো আরব-আফ্রিকান দেশও। 

     

    মরক্কো 

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে হেরে আফকন শেষ করেছে ফিফার আফ্রিকান র‍্যাংকিংয়ের শীর্ষ দল মরক্কো। আগের আসরে কোয়ার্টার ফাইনাল খেললেও এবার বিদায় নিয়েছে শেষ ষোল থেকেই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে উঠেছিল গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। কঙ্গোর সাথে ড্র করলেও তানজানিয়া ও মরক্কোকে হারিয়েছিল আচরাফ হাকিমিদের দল। 

    আলজেরিয়া 

    ২০১৯ আফকনের চ্যাম্পিয়ন আলজেরিয়া এবার পেরোতে পারেনি গ্রুপ পর্বও। তিন ম্যাচেই ছিল জয়হীন। বুরকিনা ফাসো, অ্যাঙ্গোলার সাথে  ড্র’য়ের পর মৌরিতানিয়ার বিপক্ষে হেরেছে ১-০ গোলে।

    সেনেগাল

    আফকনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেনেগাল এবার বাদ পড়েছে শেষ ষোল থেকে। প্রথম রাউন্ডে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট রাউন্ডে উঠেছিলেন সাদিও মানেরা। কিন্তু শেষ ষোলতে আইভরি কোস্টের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের খেলা শেষেও ছিল ১-১ সমতা। টাইব্রেকারে আর ভাগ্য সহায় হয়নি ‘তেরাঙ্গা লায়নসদের’। আইভরি কোস্টের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের অন্যহম ফেভারিট সেনেগাল। 

    তিউনিসিয়া 

    গত মৌসুমের কোয়ার্টার ফাইনাল খেললেও তিউনিসিয়া এবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। আফ্রিকান র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা তিউনিসিয়ার আফকন শুরু হয়েছিল নামিবিয়ার বিপক্ষে হার দিয়ে। মালি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের দুই ম্যাচ ড্র করলে ২০০৪ আফকনের চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ড শেষ করেছে টেবিলের সর্বনিম্নে থেকে। 

    মিশর

    আফকনের ইতিহাসের সবচেয়ে সফলতম দল মিশর। সর্বোচ্চ সাত শিরোপা তাদের। শেষ ষোলতে টাইব্রেকারে হেরেছে কঙ্গোর বিপক্ষে। এর আগে গ্রুপ রাউন্ডে ছিল না কোনো জয়।  টানা তিন ম্যাচ ড্র করেও শেষ ষোলতে উঠেছিল মোহামেদ সালাহর মিশর। 

    আফকনের গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে খেলেছিল সেনেগাল, মিশর, মরক্কো, বুরকিনা ফাসো, ইকুয়াটোরিয়াল গিনি, গাম্বিয়া, ক্যামেরুন, ও তিউনিসিয়া। এবার এই আট দলের একটিও নেই কোয়ার্টার ফাইনালে।

    আফকনের এবারের কোয়ার্টার ফাইনালিস্ট নাইজেরিয়া,  কঙ্গো, অ্যাঙ্গোলা, দক্ষিণ আফ্রিকা, মালি, কেপ ভার্দে, গিনি, আইভোরি কোস্ট।