প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে শরফুদ্দৌলা সৈকত
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসি এক বার্তায় জানিয়েছে এই খবর।
২০০৬ সালে আম্পায়ারিং শুরু করা সৈকত এখন পর্যন্ত ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনা করেছেন। সর্বশেষ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজেও আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপেও তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এক বিবৃতিতে সৈকত তার এই অর্জনের জন্য আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।