• আইপিএল ২০২৪
  • " />

     

    বেঙ্গালুরুর টানা পঞ্চম জয়ে যেমন হল আইপিএলের পয়েন্ট তালিকা

    বেঙ্গালুরুর টানা পঞ্চম জয়ে যেমন হল আইপিএলের পয়েন্ট তালিকা    

    মৌসুমের শুরুতে রীতিমত ধুঁকতে থাকা বেঙ্গালুরুর করুণ দশা দেখে এক পর্যায়ে মনে হচ্ছিল তারাই হয়ত প্রথম দল হিসেবে প্লে-অফের সমীকরণ থেকে বাদ পড়বে। অথচ মৌসুমের দ্বিতীয় অর্ধে এসে একেবারে অপ্রতিরোধ্য তারা। টানা পঞ্চম জয়ে এখন প্লে-অফের সম্ভাবনাও টিকিয়ে রেখেছে তারা।

    তবে আজ তিনে উঠে যাওয়া চেন্নাইয়ের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটাই যেন প্লে-অফের ভাগ্য নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে। সেই ম্যাচে বেঙ্গালুরুর জয়ের বিকল্প নেই। শুধু তাই নয়, রান রেটটাও বাড়ানোর কথা মাথায় রাখতে হবে তাদের। প্রথম ব্যাট করে ২০০ রান করতে পারলে ১৮ রানে সেক্ষেত্রে ম্যাচ জিততে হবে তাদের।

    অন্যদিকে, এর আগেই প্রথম দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স প্লে-অফের টিকিট কেটে ফেলার পর আজ রাজস্থানের সামনেও ছিল সেই সুযোগ। তবে চেন্নাইয়ের কাছে হেরে তাদের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হল। কাগজে-কলমে এখনও তাই মুম্বাই ও পাঞ্জাব বাদে সবার সুযোগ থাকছে গাণিতিকভাবে।