• আইপিএল ২০২৪
  • " />

     

    আইপিএলে কে পাবে অরেঞ্জ ক্যাপ, কে পাবে পার্পল ক্যাপ?

    আইপিএলে কে পাবে অরেঞ্জ ক্যাপ, কে পাবে পার্পল ক্যাপ?    

    শেষ হয়ে গেল আইপিএলের গ্রুপ পর্ব। এক নজরে দেখে আসা যাক কারা জিততে পারেন সবচেয়ে বেশি রান স্কোরারের অরেঞ্জ কাপ ও সবচেয়ে বেশি উইকেট নেওয়ার পার্পল ক্যাপ।

     

    সর্বোচ্চ রান

    এই মুহূর্তে সবার চেয়ে এগিয়ে ভিরাট কোহলি। তবে দৌড়ে এখনো আছেন সানরাইজার্সের ট্রাভিস হেড, অভিষেক শর্মা; রাজস্থানের রিয়ান পরাগ, সঞ্জু স্যামসনসহ আরও কয়েকজন 

    ভিরাট কোহলি (বেঙ্গালুরু) ৭০৮ রান 

    রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই) ৫৮৩ রান 

    ট্রাভিস হেড (হায়দরাবাদ) ৫৩৩ রান

    রিয়ান পরাগ (রাজস্থান) ৫৩১ রান

    সাই সুদর্শন (গুজরাট) ৫২৭ রান 

     

    সর্বোচ্চ উইকেট 

    পার্পল ক্যাপের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা পাঞ্জাবের হার্শাল প্যাটেলের দল এর মধ্যেই বাদ। শীর্ষ তিনের মধ্যে জাসপ্রিত বুমরাহ আর পাঞ্জাবের আর্শদীপ সিংয়ের দলও বাদ। সম্ভাবনা আছে রাজস্থানের যুঝভেন্দ্র চাহাল, কলকাতার ভরুন চক্রবর্তী, হায়রাবাদের টি নটরাজনের মতো কারও।

    হার্শাল প্যাটেল (পাঞ্জাব) ২৪ উইকেট

    জাসপ্রিত বুমরা (মুম্বাই) ২০ উইকেট

    আর্শদীপ সিং (পাঞ্জাব) ১৯ উইকেট

    ভরুন চক্রবর্তী (কলকাতা) ১৮ উইকেট

    তুষার দেশপান্ডে (চেন্নাই) ১৭ উইকেট 

    টি নটরাজন (হায়দরাবাদ) ১৭ উইকেট

    যুঝভেন্দ্র চাহাল (রাজস্থান) ১৭ উইকেট 

    খলিল আহমেদ, মুকেশ কুমার (দিল্লী) ১৭ উইকেট